ফরিদপুরের সালথায় সমাজসেবী ও রাজনীতিক মরহুম শমসের আলী খানের নামে সড়কের ফলক উন্মোচন হয়েছে। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খানের দাদার নামে সড়কটির নাম করণ করা হলো।
শুক্রবার দুপুরে এ সড়কের ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
স্থানীয় আটঘর ইউনিয়নের বিভাগদীতে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাজেদা চৌধুরী।
সভায় আবু সাঈদ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ উপনেতার পুত্র নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আয়মন আকবর চৌধূরী বাবলু, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, সালথার ইউএনও মোবাশ্বের হাসান প্রমুখ।
এর আগে সংসদ উপনেতা স্থানীয় গোট্টি ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে মরহুম মুকুল মিয়ার নামে একটি সড়কের নাম ফলক উন্মোচন এবং পরে তিনি স্থানীয় বরুড়া খালের উপর নির্মিত ৩০ মিটার ব্রিজের উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০:৫৫:১৯ ৩২১ বার পঠিত