ঢাকায় ফেমবোসা সম্মেলন শুরু হচ্ছে কাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় ফেমবোসা সম্মেলন শুরু হচ্ছে কাল
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮



সার্ক অঞ্চলের আটটি নির্বাচন কমিশন (ইসি) নিয়ে গঠিত সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’র (ফেমবোসা) নবম সম্মেলন আগামীকাল বুধবার ঢাকায় শুরু হচ্ছে।

এদিন সকাল ৯টায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদা।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বাসসকে জানান, সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের নির্বাচন কমিশনের ২১ জন প্রতিনিধি অংশ নেবেন।

তিনি জানান, ফেমবোসা গঠন হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে। ২০১০ সালে ঢাকায় সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনের এক সম্মেলনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’ এর যাত্রা শুরু। এর পর পর্যায়ক্রমে সার্ক দেশগুলোর বিভিন্ন দেশে এর সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রথম সম্মেলনও ঢাকায় ২০১০ সালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।

এর পর পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলংকা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত বছরের ২৪-২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের কাবুলে অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩২   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ