জমজমাট আয়োজন ও গেমিং লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হল চার দিন ব্যাপী আইইউবি ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অংশগ্রহণে ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আয়োজনে গত ৫ নভেম্বর শুরু হয় ইন্ট্রা আইইউবি ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৭ এর দ্বিতীয় সিজন।
ফিফা-১৭ ,নিড ফর স্পিড এবং ডোটা ২ এর মত গেমিং প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটির স্পন্সর আসুস আরওজি গেমিং সিরিজ এবং কো-স্পন্সর পান্ডা ও রাপুর গেমিং এক্সেসরিজ গুলোকে তরুণ গেমারদের মাঝে পরিচিত করে তোলা হয়। যার ফলে নিত্যনতুন গেমিং প্রযুক্তি পণ্য এবং এসবের ব্যবহার সর্ম্পকে গেমাররা আরও বেশি অবগত হবার সুযোগ পায়।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে গতকাল নভেম্বর অনুষ্ঠানটি শেষ হয়।
(ঢাকাটাইমস/৯নভেম্বর/এজেড)
বাংলাদেশ সময়: ১৪:৪৯:০৪ ৪০৭ বার পঠিত