লক্ষীপুরে ইয়াবাসহ মো. আব্দুল করিম নামে এক বিক্রেতাকে গ্রেপ্তা করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদে সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে ৫৫টি ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার করিম পৌর শহরের বাঞ্চানগর ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
সদর থানার সাব-ইন্সপেক্টর মো. গোলাম হক্কানী জানান, আব্দুল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪:৪২:০৭ ৪৪১ বার পঠিত