মালাইকার মা হওয়ার খবরে ক্ষুব্ধ অর্জুন কাপুর!

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালাইকার মা হওয়ার খবরে ক্ষুব্ধ অর্জুন কাপুর!
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



---

সম্প্রতি বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে মালাইকা অরোরা আবারও মা হতে চলেছেন। পঞ্চাশের কাছাকাছি সময়ে এসে আবারও মা হওয়ার খবরে অবাক হননি নেটিজেনরা। তবে ক্ষুব্ধ হয়েছেন মালাইকার বর্তমান সঙ্গী বলিউড সুপারস্টার অর্জুন কাপুর।

বলিউড ভাইজান সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বাস্তব জীবনে মালাইকা অরোরা জুটি বেঁধেছে বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের সঙ্গে। বেশ কয়েক বছর ধরেই তাদের সম্পর্ক ভালোই চলছে।

এ তারকা জুটির সম্পর্কের গভীরতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে তারা এবার সন্তান জন্ম দিতে চলেছেন, এমনটাই ধারণা ছিল ভক্তদের। তবে বিষয়টি মোটেও তা নয় বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর পরিবার এবং অর্জুন কাপুর।

মালাইকার পরিবার থেকে বলা হয়েছে, বিষয়টি পুরোটাই গুজব। শুধু তাই নয়, এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়ায় বেশ বিড়ম্বনাতেও পড়তে হয়েছে তাদের।

অন্যদিকে, মালাইকার ভুয়ো প্রেগন্যান্সির খবর ছড়ানোয় রেগে লাল হয়ে যান অর্জুন কাপুর। যে সংবাদমাধ্যমে খবরটি প্রথম প্রকাশিত হয়, তাদের উদ্দেশে অর্জুন বলেন, ‘‘ভীষণ অনৈতিক কাজ করেছেন আপনারা। আমরা পাত্তা দিই না বলে এমনটা নয় যে, যা খুশি লেখা যায়। আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা করবেন না।’’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার ( ৩০ নভেম্বর) বিকেল গড়াতেই মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। এর কারণ মূলত এ জুটির প্রেমকাহিনি নিয়ে বরাবরই উৎসুক ভক্তরা। তবে অর্জুনের মন্তব্যের পর তারা সবাই হতাশ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:১৬:৪১   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
‘খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন’
প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত
তারেক রহমান খুব আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায় : জমিয়ত নেতা
বেগম জিয়া জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন: মান্নান
ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি: আমির খসরু
বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির
নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ