মালাইকার মা হওয়ার খবরে ক্ষুব্ধ অর্জুন কাপুর!

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালাইকার মা হওয়ার খবরে ক্ষুব্ধ অর্জুন কাপুর!
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



---

সম্প্রতি বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে মালাইকা অরোরা আবারও মা হতে চলেছেন। পঞ্চাশের কাছাকাছি সময়ে এসে আবারও মা হওয়ার খবরে অবাক হননি নেটিজেনরা। তবে ক্ষুব্ধ হয়েছেন মালাইকার বর্তমান সঙ্গী বলিউড সুপারস্টার অর্জুন কাপুর।

বলিউড ভাইজান সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বাস্তব জীবনে মালাইকা অরোরা জুটি বেঁধেছে বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের সঙ্গে। বেশ কয়েক বছর ধরেই তাদের সম্পর্ক ভালোই চলছে।

এ তারকা জুটির সম্পর্কের গভীরতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে তারা এবার সন্তান জন্ম দিতে চলেছেন, এমনটাই ধারণা ছিল ভক্তদের। তবে বিষয়টি মোটেও তা নয় বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর পরিবার এবং অর্জুন কাপুর।

মালাইকার পরিবার থেকে বলা হয়েছে, বিষয়টি পুরোটাই গুজব। শুধু তাই নয়, এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়ায় বেশ বিড়ম্বনাতেও পড়তে হয়েছে তাদের।

অন্যদিকে, মালাইকার ভুয়ো প্রেগন্যান্সির খবর ছড়ানোয় রেগে লাল হয়ে যান অর্জুন কাপুর। যে সংবাদমাধ্যমে খবরটি প্রথম প্রকাশিত হয়, তাদের উদ্দেশে অর্জুন বলেন, ‘‘ভীষণ অনৈতিক কাজ করেছেন আপনারা। আমরা পাত্তা দিই না বলে এমনটা নয় যে, যা খুশি লেখা যায়। আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা করবেন না।’’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার ( ৩০ নভেম্বর) বিকেল গড়াতেই মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। এর কারণ মূলত এ জুটির প্রেমকাহিনি নিয়ে বরাবরই উৎসুক ভক্তরা। তবে অর্জুনের মন্তব্যের পর তারা সবাই হতাশ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:১৬:৪১   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি
লেভেল প্লেয়িং ফিল্ড মানা হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি: গোলাম পরওয়ার
আমরা নির্বাচনে বৈচিত্র্যের মেসেজ দেওয়ার চেষ্টা করব: শিশির মনির
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী
আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার
জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান
খালেদা জিয়া দেশের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন: মান্নান
কোনো ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই: রিটার্নিং কর্মকর্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ