নির্বাচনে জনগণ ভুল করলে দেশ পাকিস্তান হয়ে যাবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে জনগণ ভুল করলে দেশ পাকিস্তান হয়ে যাবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



নির্বাচনে জনগণ ভুল করলে দেশ পাকিস্তান হয়ে যাবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে। এই নির্বাচনে জনগণ কোনো রকম ভুল করলে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে। ৩০ লাখ শহীদের আত্মদানে স্বাধীনতার উষালগ্নে আমরা বুদ্ধিজীবীদের হারিয়েছি। ’

আজ বুধবার সকালে পাবনার ঈশ্বরদীতে বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদী প্রেস ক্লাবের পাশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে না পারি সে জন্য এত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার সেই পুরনো প্রেতাত্মাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান না হলে বাংলাদেশ পিছিয়ে যাবে। আবার একটা দুঃখময় সময়ের মধ্যে পড়বে। ’

বুদ্ধিজীবীদের স্মরণের পাশাপাশি সবাইকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বেতার হলো রেডিও। আর জয় বাংলা হলো জিন্দাবাদ। বুদ্ধিজীবী হত্যার রেশ শুরু হয়েছিল পাকিস্তান আমলে। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর সেই রেশ একই ধারায় অব্যাহত ছিল। যার রেশ এখনো রয়ে গেছে। কারণ পাকিস্তানি প্রেতাত্মারা আজও আমাদের ছেড়ে যায়নি। বাংলাদেশবিরোধী কাজ এখনো চলছে। ’

এ সময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বোর্ড অব মেম্বার অশোক কুমার পাল, রূপপুর পারমাণবিকের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে। এই নির্বাচনে জনগণ কোনো রকম ভুল করলে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে। ৩০ লাখ শহীদের আত্মদানে স্বাধীনতার উষালগ্নে আমরা বুদ্ধিজীবীদের হারিয়েছি। ’

আজ বুধবার সকালে পাবনা ঈশ্বরদীতে বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদী প্রেস ক্লাবের পাশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪০   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এডিপি বাস্তবায়ন সরকারের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার - ত্রাণ উপদেষ্টা
সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন
ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় বার্সেলোনার
প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন আহমদ
১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা
১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব
একটি দল কুৎসা রটাচ্ছে, এরা মানুষের ভোট পাবে না : মির্জা ফখরুল
যোগ্য প্রার্থীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান আমিনুল হকের
বাংলাদেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা জানাল চীন
পাবনা- ৫ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ