মানুষের সম্পদ ও ক্ষমতার লোভের নিন্দা করলেন পোপ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মানুষের সম্পদ ও ক্ষমতার লোভের নিন্দা করলেন পোপ
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



মানুষের সম্পদ ও ক্ষমতার লোভের নিন্দা করলেন পোপ

মানুষের সম্পদ ও ক্ষমতার প্রতি সীমাহীন লোভের সমালোচনা ও নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস। ক্রিসমাস উৎসব উপলক্ষে দেয়া এক ভাষণে ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংকটের কথা ইঙ্গিত করে তিনি শনিবার (২৪ ডিসেম্বর) এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস শনিবার সন্ধ্যায় ভ্যাটিক্যান সিটির সেইন্ট পিটার বাসিলিকা জড়ো হওয়া ব্যক্তিদের উদ্দেশে ভাষণ দেন। এ সময় পোপ একটি হুইল চেয়ারে বসেছিলেন।

সেখানে পোপ বলেন, ‘আমরা কতোগুলো যুদ্ধ দেখেছি! দুর্বল এবং নাজুকরাই এসব যুদ্ধের প্রধান ভুক্তভোগী। আমি মনে করি, সবার আগে শিশুরাই এসব যুদ্ধের শিকার হচ্ছে। একই সঙ্গে দারিদ্র্য ও অবিচারের প্রধান ভুক্তভোগীও শিশু।’ তবে তিনি সরাসরি ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেননি।
আরও পড়ুন: ক্রিসমাস ট্রির নিচে মিলল বিষধর সাপ

পোপ ফ্রান্সিস আরও বলেন, ‘যেখানে পশুরা তাদের যে পরিমাণ খাদ্য দেয়া হয় তাতেই সন্তুষ্ট থাকে সেখানে, আমরা মানুষ সম্পদ এবং ক্ষমতার লোভে আমাদের প্রতিবেশী এমনকি মা-বোনকেও ছাড় দেই না।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালালে পোপ সরাসরি এর সমালোচনা করেননি। তখন ইউক্রেনে পোপের এই অবস্থানকে অনেকেই সমালোচনা করেন। পরে জুন মাসে গিয়ে পোপ মন্তব্য করেন, ‘এই যুদ্ধকে উসকে দেয়া হয়েছে এবং ইচ্ছে করেই থামানো হয়নি।’ পরে অবশ্য পোপ রুশ সৈন্যরা ইউক্রেনে যা করেছে তা নৃশংস বলে সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১১:২৯:৩৮   ৩৫২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন
আকাশ প্রতিরক্ষা জোরদার করতে আরও প্যাট্রিয়ট সিস্টেম পেল ইউক্রেন
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
তানজানিয়ার প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন
পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র, শেষ করে দিতে পারে একটি দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ