সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ১৭তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ১৭তম বৈঠক
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজ এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং নারায়ন চন্দ্র চন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পাট পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর সামগ্রিক অবদান; বিজেএমসির আওতাধীন পাটকলসমূহের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের যথাযথ ব্যবহার; নিজস্ব/ইজারার আওতায় পরিচালিত পাটকলসমূহের বাণিজ্যিক পরিচালন এবং বার্ষিক রিপোর্টের উল্লেখযোগ্য বিষয়ে কমিটিকে অবহিতকরণ ও পর্যালোচনা করা হয়।
বিজেএমসি’র প্রকাশিত সর্বশেষ আর্থিক হিসাবের উল্লেখযোগ্য আর্থিক ও ব্যবস্থাপনাগত বিষয়, পাটকলওয়ারী বিগত তিন অর্থ বছরের স্থিতিপত্র, আয়-ব্যয়ের হিসাব, লাভ-লোকসান হিসাবের তুলনামূলক তথ্য কমিটিতে উপস্থাপন ও আলোচনা করা হয়।

এছাড়া, বাংলাদেশের পাটকল এবং পাট শিল্পের বর্তমান সংকট উত্তরণে করণীয়: পাট গবেষণা, পাটকলসমূহ আধুনিকীকরণ ও পাটজাত পণ্য বহুমুখীকরণে বিজেএমসি’র কার্যক্রম ও পরিকল্পনা এবং বিজেএমসি’র আওতাধীন পাটকলসমূহের বিগত ১০(দশ) বছরের সিএজি’র রিপোর্টভূক্ত অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ অগ্রগতির সুপারিশ সম্বলিত বিষয়সমূহের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের পাটকলওয়ারী বিগত তিন অর্থ বছরের লাভ-লোকসানের তুলনামূলক তথ্য এবং ১০(দশ) বছরের সিএজি’র রিপোর্টভূক্ত অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ অগ্রগতি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর মতামত নিয়ে পরবর্তীতে কোন এক বৈঠকে উপস্থানের জন্য কমিটি সুপারিশ করে।

বিজেএমসি’র নিজস্ব/ইজারার আওতায় পরিচালিত পাটকলসমূহে কি পরিমান পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে এবং বিদেশের বাজারে কিরূপ চাহিদা রয়েছে তার হালনাগাদ তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করে।

”পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” বাস্তবায়নে পাটের তৈরী ব্যাগ সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কি পরিমাণ উৎপাদন করছে এবং তা ব্যবহার অব্যাহত আছে কিনা ও ব্যবহার বাড়ানো যায় কিনা তা তদারকি করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও বিজয়ের মাসের শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিজেএমসি-এর চেয়ারম্যান, বিভিন্ন সংস্থাপ্রধানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৪৫   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
এ সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে: ইসি সচিব
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক
ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ