ইউক্রেনে বিশেষজ্ঞ উপস্থিতি জোরদার করছে জাতিসংঘ পরমাণু সংস্থা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনে বিশেষজ্ঞ উপস্থিতি জোরদার করছে জাতিসংঘ পরমাণু সংস্থা
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



ইউক্রেনে বিশেষজ্ঞ উপস্থিতি জোরদার করছে জাতিসংঘ পরমাণু সংস্থা

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলেছে, তারা যুদ্ধরত ইউক্রেনে পরমাণু দুর্ঘটনা প্রতিরোধকল্পে সহায়তার জন্য তাদের উপস্থিতি জোরদার করছে। খবর সিবিএস নিউজের।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়— শুক্রবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, চেরনোবিলসহ ইউক্রেনের পাঁচ পরমাণু কেন্দ্রে শিগগিরই তারা তাদের স্থায়ী উপস্থিতি বজায় রাখবে। যদিও চেরনোবিল পরমাণুকেন্দ্রটি ১৯৮৬ সালের দুর্ঘটনার পর থেকে বন্ধ রয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এক বিবৃতিতে জানায়, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এই কার্যক্রম পরিচালনায় আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাচ্ছেন। তিনি সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।

গ্রোসি বলেন, ভয়ংকর পরমাণু দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের অবশ্যই কাজ করে যেতে হবে। কারণ, এ ধরনের দুর্ঘটনা ইউক্রেন ও বাইরের জনগণের জন্য চরম দুর্ভোগের কারণ হবে।

ইউক্রেন সফরকালে গ্রোসি জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের চারপাশে সুরক্ষা জোন তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রের কাছে রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে কেবল আইএইএর স্থায়ী উপস্থিতি রয়েছে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী সংস্থার ১০ থেকে ১২ জন বিশেষজ্ঞ ইউক্রেনে অবস্থান করবেন যেন তারা পরমাণুকেন্দ্রগুলো পরিদর্শন এবং কারিগরি সহায়তা দিতে পারেন।

যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনাসহ দেশটির পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এতে দেশটিতে পরমাণু বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫২:১২   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়তদের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ