বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে: কাদের
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে: কাদের

আওয়ামী লীগ পাল্টা কর্মসূচিতে বিশ্বাস করে না। বিএনপিই সংঘাতের উসকানি দিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় রাজপথে থাকবে নেতাকর্মীরা বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প লোকজ উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সহিংসতা রুখতে দল ও দেশের মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

একের পর এক কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। দেশবিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাদের।

কাদের বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ও সহিংসতায় বিশ্বাস করে না, তবে আন্দোলনের নামে কেউ সহিংসতা করলে জনগণের জানমালের রক্ষায় সতর্ক অবস্থানে থাকবে দল।

বিএনপি ভোটে হেরে যাওয়ার ভয়ে অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছে, এ কথা জানিয়ে কাদের বলেন; অসুস্থ রাজনীতি করতে করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন।

তারা যদি রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে, মানুষের জানমালের ক্ষতি করে তাহলে তা প্রতিরোধ করা হবে, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করছে না, বিএনপি উসকানিমূলক তৎপরতা বন্ধ না করলে জনগণ জবাব দেবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৩   ১৪০ বার পঠিত