বিএনপি নেতার দখলে থাকা শতবর্ষী জজবাড়ি উদ্ধার, সালমানের হুঁশিয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি নেতার দখলে থাকা শতবর্ষী জজবাড়ি উদ্ধার, সালমানের হুঁশিয়ারি
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



বিএনপি নেতার দখলে থাকা শতবর্ষী জজবাড়ি উদ্ধার, সালমানের হুঁশিয়ারি

ঢাকার নবাবগঞ্জে বিএনপি নেতার দখলে থাকা শতবর্ষী জজবাড়ি উদ্ধার করে নাম দেয়া হলো ব্রজনিকেতন। শিগগিরই বুঝিয়ে দেয়া হবে প্রত্নতত্ত্ব অধিদফতরকে। আর এই বাড়ি উদ্ধার করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের হুঁশিয়ারি, বিএনপি হোক আর আওয়ামী লীগ, সরকারি সম্পত্তি দখলকারী কাউকেই ছাড় দেয়া হবে না।

আলিশান প্রাসাদ, শানবাঁধানো ঘাট, ফুলে ফুলে সাজানো উঠান। দেয়ালে দেয়ালে পুরোনো আমলের জমিদারদের আভিজাত্যের ছাপ। বাড়ির ভেতরে আবার রয়েছে ছোট্ট কারাগারও, যা মনে করিয়ে দেয় খাজনা আদায়ে সেই আমলের জমিদারদের নির্যাতনের কথাও।

বাড়ির ভেতরেই একটা শেডে গোটা দশেক হরিণ। অনেক মানুষের আনাগোনা দেখেই কিনা, একটু ভীতসন্ত্রস্তও তারা। সদ্য জন্ম নেয়া দুটি হরিণ শাবকও খুলতে শুরু করেছে চোখ। অথচ এই বাড়িতে তাদের রাখার কোনো বৈধতাই ছিল না।

সাবেক উপজেলা চেয়ারম্যান আশফাক এবং তার বিচারক ভাইয়ের দখলে থাকা এই বাড়িটিই উদ্ধার করেছে সরকার। জানা গেল, বৈধ কাগজপত্র ছাড়া কীভাবে মামলার জালে বন্দি করে বাড়িটিকে বানানো হয়েছিল পর্যটনকেন্দ্র।

সোমবার (২৩ জানুয়ারি) সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, সরকারি জমি উদ্ধার করতেই হবে। মামলার অবস্থা দেখে প্রতিটি বাড়িই সরকারের আওতায় নিয়ে নেয়া হবে। এটা সরকারি সিদ্ধান্ত।

এ সময় সরকারি সম্পত্তি দখলে শুধু বিএনপি নয়, কোনো আওয়ামী লীগ নেতার নাম এলে তাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সালমান এফ রহমান।

ঢাকার দোহার ও নবাবগঞ্জে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, দুই উপজেলায় এমন আরও ৬ থেকে ৭টি বাড়ির খোঁজ পেয়েছে সরকার। পর্যায়ক্রমে সেগুলো উদ্ধারেও নেয়া হবে উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৫   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্যোগ ও দুর্বিপাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: মহাপরিচালক
বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি
সংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের দায়িত্বশীলরা তত সচেতন হবে: মাহফুজ আলম
কোরবানিতে পশু সরবরাহে বিশেষ ট্রেন থাকবে: উপদেষ্টা ফরিদা
মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক
খাদ্য উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদলের বৈঠক
রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
‘প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না’
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে : রিজভী
পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ