যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩



যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২২ জানুয়ারি) উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাত্র ১৪ মিনিটে হ্যাটট্রিক করে চলতি মৌসুমের চতুর্থ হ্যাটট্রিক পূর্ণ করলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। এখানেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন এই নরওয়েজিয়ান দানব।

৪০ মিনিটে শুরু ৫৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ। এই ১৪ মিনিটে কি অসাধারণ খেলাই না দেখালেন হল্যান্ড। উল্ভসের বিপক্ষে হ্যাটট্রিকটি ছিল হল্যান্ডের চলতি মৌসুমে চতুর্থ হ্যাটট্রিক। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফা খেলে লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক করেছেন মাত্র তিনটি। তবে চলতি মৌসুমেই মাত্র ম্যানসিটিতে যোগ দিয়েছেন হল্যান্ড। আর মৌসুমের মাঝপথেই চার হ্যাটট্রিক করে রোনালদোকে ছাড়িয়ে গেলেন তিনি।

এমন একের পর এক হ্যাটট্রিক দেখে তো বিরক্তই হচ্ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। এক টুইট বার্তায় লিনেকার লিখেছেন, ২০ ম্যাচে চারটি হ্যাটট্রিক। ব্যাপারটা ফালতু হয়ে যাচ্ছে!’

এদিকে রোনালদোকে পেছনে ফেলার পাশাপাশি আরেকটি রেকর্ড ভেঙেছেন হল্যান্ড। এক মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে এর আগে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার আগুয়েরো। ২০১১-১২ মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ১৬ গোল করেছিলেন আগুয়েরো। তবে চলতি মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ১৮ গোল করে ফেলেছেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৫ গোল করে ফেলেছেন হল্যান্ড। এর আগে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছেন অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে কোল এবং ১৯৯৪-৯৫ মৌসুমে শিয়ারার এক মৌসুমে করেছিলেন ৩৪ গোল। তাদের এই রেকর্ড ভাঙতে হল্যান্ডের দরকার মাত্র ১০ গোল। তার হাতে এখনও রয়েছে ১৮টি লিগ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩৯   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিসিবির রজতজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয়
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ
নতুন চমকে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
শেষ মুহূর্তের গোলে এশিয়ার দলকে হারাল ইন্টার, ৭ গোলের থ্রিলারে জয় ডর্টমুন্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ