বিষাক্ত প্রেম আর সুবালা থেকে ‘মায়ার জঞ্জাল’!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিষাক্ত প্রেম আর সুবালা থেকে ‘মায়ার জঞ্জাল’!
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩



বিষাক্ত প্রেম আর সুবালা থেকে ‘মায়ার জঞ্জাল’!

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই গল্প ‘বিষাক্ত প্রেম’ আর ‘সুবালা’ থেকে অনুপ্রাণিত হয়ে নতুন গল্প এঁটেছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। রুপালি পর্দায় এই দুই গল্পকে নিয়ে আবর্তিত হতে দেখা যাবে টালিউডের নতুন সিনেমা ‘মায়ার জঞ্জাল’।

মায়া কী কখনও জঞ্জাল হতে পারে! মায়াতো আসলেই জঞ্জাল। মায়া নিয়ে মানুষের মায়ার শেষ নেই। জীবনের প্রথম দিন থেকে একেবারে শেষদিন পর্যন্ত প্রত্যেকেই এক মায়ার বেড়াজালে বাঁধা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় যে মায়া বড়ই অদ্ভুত।

নতুন এ সিনেমাটিতে দুটি সমাজকে দেখিয়েছেন পরিচালক। একটি উচ্চবিত্ত আরেকটি নিম্নবিত্ত। এই দুই সমাজের অনেক মানুষের গল্প নিয়েই সিনেমার কাহিনি এগিয়ে যাবে।

সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সিনেমায় তার অভিনীত চরিত্রের নাম চাঁদু।

সিনেমায় গল্পের মাধ্যমে উঠে এসেছে নিম্নবিত্তদের বাঁচার লড়াই। যেখানে অনেকেই পেটের দায়ে কোনোরকম একটা কাজ করে। নানা কারণে সেই কাজও প্রায় যায় যায় অবস্থা। জীবন-মরণ সংকটে বেঁচে থাকাটাই যেন এক বড় চ্যালেঞ্জ।

এমন পরিস্থিতিতেও চাঁদু চায় না তার স্ত্রী লোকের বাড়ি কাজ করুক। দারিদ্রের কষাঘাতে যেন মানবিক আর ভালোবাসার দিক ভূলণ্ঠিত হচ্ছে। তাই চরিত্রটিতে দর্শক উপভোগ করবে অনুভবের নানা শেড।

গল্পে ঋত্বিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী অপি করিমকে। বহুদিন পর এই ছবির হাত ধরে বাংলা ছবিতে ফিরছেন তিনি। নতুন এ সিনেমায় সোহেল মণ্ডলকেও দেখা যাবে দারুণ একটি চরিত্রে অভিনয় করতে।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে ব্রাত্য বসু, পরাণ বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায়কে। অনেকদিন পর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। সংকট কেটে তাই আবারও আশার আলো দেখছেন ছবির নির্মাতারা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাংঘাই চলচ্চিত্র উৎসব, মস্কো চলচ্চিত্র উৎসবসহ আরও একাধিক উৎসব ঘুরে আগামী ২৪ ফেব্রুয়ারি দুই বাংলায় মুক্তি পাচ্ছে নতুন এই সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১২:৫১:৫১   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন ব্রিটিশ হাইকমিশনারের
বড়দিনে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাকরাইল গির্জা পরিদর্শনে এবি পার্টি
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
খুনিরা বাইরে ঘুরলে গানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না : আখতার হোসেন
কোটি টাকার নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ, আটক ২
আনন্দ বিনিময়ে নারায়ণগঞ্জে ২ চার্চে বড়দিন উদযাপন
তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে : চরমোনাই পীর
সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ