৬২ ঘণ্টা পর জীবিত উদ্ধার তরুণী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৬২ ঘণ্টা পর জীবিত উদ্ধার তরুণী
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



৬২ ঘণ্টা পর জীবিত উদ্ধার তরুণী

ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর তুরস্কে এক তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব অঞ্চলের গাজিয়ানতেপ শহরের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ফাতমা দেমির (২৫) নামে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর গাজিয়ানতেপ প্রদেশের আবাসিক এলাকা ওজদেমির অ্যাপার্টমেন্টে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ২৩ ঘন্টা ধরে খোড়াখুড়ির পরে ফাতমা দেমিরকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে সিরিয়ার সীমান্ত ও তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ওই অঞ্চলের হাজার হাজার উঁচু ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অসংখ্য মানুষ। তাদের জীবিত উদ্ধারে বিরামহীন চেষ্টা চালছে।

বৃহস্পতিবার ((৯ ফেব্রুয়ারি) ভূমিকম্প পরিস্থিতি চতুর্থদিনে গড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে রয়েছে। প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের মতো চরম প্রতিকূল আবহাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধারকাজ।

স্মরণকালের শক্তিশালী এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন ও সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৩২   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ফিলিস্তিনে মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগ, বিশ্বজুড়ে নিন্দা
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরিয়ে নেয়া হলো ১ লাখ বাসিন্দাকে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ