দিনাজপুরে ৯২ হাজার ইয়াবা উদ্ধার : বাবা-মেয়েসহ তিনজন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে ৯২ হাজার ইয়াবা উদ্ধার : বাবা-মেয়েসহ তিনজন আটক
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



দিনাজপুরে ৯২ হাজার ইয়াবা উদ্ধার : বাবা-মেয়েসহ তিনজন আটক

জেলার বিরামপুর উপজেলায় আজ র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় মাদক কারবারিতে জড়িত বাবা-মেয়েসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় র‌্যাব সদস্যদের পক্ষ হতে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহারিয়ার বলেন, বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে- দিনাজপুর বিরামপুর উপজেলার প্রস্তমপুর গ্রামের সিদ্দিক আলী শাহ (৫৭), তার মেয়ে সেলিনা আক্তার রুপালি (২৭) এবং সিদ্দিকের পুত্র মোশারফ হোসেনের স্ত্রী শাহানাজ পারভীন (২৫)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া গ্রামের সিদ্দিক আলী শাহ‘র বাড়িতে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারি মোশারফ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশি করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোশারফের পিতা সিদ্দিক আলী শাহ, বোন সেলিনা আক্তার রুপালি ও স্ত্রী শাহানাজ পারভীনকে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহারিয়ার বলেন, মাদকবিরোধী অভিযানে আটক ৩ জনের বিরুদ্ধে আজ দুপুর আড়াইটায় বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:২২   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মে দিবসে শ্রমিকদের দুগ্রুপের মারামারি আহত-৪
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ