বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে এমবাপ্পে ও বেনজেমা

প্রথম পাতা » আন্তর্জাতিক » বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে এমবাপ্পে ও বেনজেমা
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে এমবাপ্পে ও বেনজেমা

২০২২ সালের বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতানো লিওনেল মেসি। তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

দুনিয়াজুড়ে ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে কার হাতে উঠছে ২০২২ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক ও মিডিয়া ব্যক্তিত্বদের ভোটে নির্বাচিত করা হবে এবারের বর্ষসেরা ফুটবলার।

তালিকায় আছেন লিওনেল মেসি। ২০২২ সালে বিধাতা যেন মুখ তুলে তাকিয়েছে লিওর দিকে। ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছু জিতলেও শুধু একটি শিরোপার অভাব ছিল তার ঝুলিতে। তবে কাতার বিশ্বকাপে সেই অধরা স্বপ্ন পূরণ করেছেন মেসি। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের নায়ক এলএমটেন। তার হাত ধরেই নিজেদের তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

সেরা খেলোয়াড়ের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদকে ১৪তম চ্যাম্পিয়ান্স লিগ শিরোপা জেতানো ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা শিরোপা জিতেছিলেন তিনি। ক্লাব বিশ্বকাপ জয়ের দৌড়েও আছেন এই ফরাসি তারকা। ২০২১-২২ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি।

ফরাসি আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেও আছেন এই তালিকায়। ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন তিনি। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন তিনি। এ ছাড়াও পিএসজির হয়ে গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা।

বাংলাদেশ সময়: ১১:২৭:১৬   ৩১০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আকাশ প্রতিরক্ষা জোরদার করতে আরও প্যাট্রিয়ট সিস্টেম পেল ইউক্রেন
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
তানজানিয়ার প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন
পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র, শেষ করে দিতে পারে একটি দেশ
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড
ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ