ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩



ইতিহাসের এই দিনে

বিভিন্ন সময়ে ঘটে অনেক ঘটনা। এর মধ্য থেকে উল্লেখযোগ্য ঘটনাগুলো স্থান পায় ইতিহাসের পাতায়। বিভিন্ন কারণে এসব ঘটনা মানুষের কাছে গুরুত্ব বহন করে। আজ শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেয়া যাক এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

১৭৫২ – যুক্তরাষ্ট্রের প্রথম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।

১৭৯৪ – মার্কিন সিনেটের প্রথম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।

১৯১৬ - জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার হন।

১৯১৯ - জার্মানির প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত হন।

১৯৩৭ - ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি ঘটে।

১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন।

১৯৫৩ – ইসরাইলের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

১৯৫৩ - গ্রীস ও তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু হয়।

১৯৬৪ - তাইওয়ান ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।

১৯৭৮ - অ্যারিস্টটল, শেক্সপিয়র ও ডিকেন্সের ওপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা হয় চীনে।

১৯৭৯ - আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনীর নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়।

১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বছর রাজনৈতিক বন্দিত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।

জন্ম:

১৮৪৭ - মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন জন্মগ্রহণ করেন।

১৮৮২ - বাঙালি কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।

১৯১৫ - মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং জন্মগ্রহণ করেন।

১৯৩৮ - নিউজিল্যান্ডের ক্রিকেটার বেভান কংডন জন্মগ্রহণ করেন।

১৯৪৩ - বাংলাদেশি লেখক ও কবি আসাদ চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৪৪ - ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত জন্মগ্রহণ করেন।
মৃত্যু:

৬৪১ - বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিউস মৃত্যুবরণ করেন।

১৯৪৮ - সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক সের্গে আইজেনস্টাইন মৃত্যুবরণ করেন।

১৯৭৪ -বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী মৃত্যুবরণ করেন।

১৯৮০ - ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১১:২৩:০১   ৩৮৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে প্রতি ১০ মুসলিমের ৮ জনই বৈষম্য-বিদ্বেষের শিকার: জরিপ
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ করারোপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ