‘যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া’

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া’
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



‘যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া’

রাশিয়া তাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই দাবি করেছে নরওয়ের গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাশিয়ার এসব যুদ্ধজাহাজার কথা নরওয়ের গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে উঠে আসে। ধারনা করা হচ্ছে, গত ৩০ বছরের মধ্যে এই প্রথম রাশিয়া তাদের নৌবহরে পারমানবিক অস্ত্র মোতায়েন করেছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরীয় নৌবহরের সাবমেরিন ও জাহাজে পারমাণবিক সামর্থ্যের মূল অংশ শনাক্ত করা হয়েছে।

নরওয়ের গোয়েন্দা সংস্থা বলছে, রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ন্যাটো দেশগুলোর জন্য নির্দিষ্টভাবে গুরুতর হুমকি। নৌবহরে আরও রয়েছে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র, সাইবার সরঞ্জাম। যা নরওয়ে ও ন্যাটোর জন্য হুমকি হতে পারে।

সোভিয়েত ইউনিয়নের আমলে শীতল যুদ্ধের সময়ে উত্তরীয় নৌবহরের যুদ্ধজাহাজে প্রায়ই পারমাণবিক অস্ত্র মোতায়েন থাকত। তবে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম নৌবহরটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের দাবি উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিরাচরিত সামর্থ্য দুর্বল হওয়ার কারণে পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা রাশিয়ার বেড়েছে। এর ফলে ২০২৩ সালে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ৩৪ শতাংশ বেড়েছে। আগামী বছরগুলোতে রাশিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার অব্যাহত ও আরও সমৃদ্ধ করবে।

এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সরাসরি কথা বলা এড়িয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের বর্ষপূর্তি। তবে, রুশ নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মতো ক্রেমলিন কর্মকর্তারা রুশ সংবাদমাধ্যমে বেশ কিছু দিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য ধারণা ছড়িয়ে দিয়েছেন।

এর আগে, গত জানুয়ারিতে টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ ইঙ্গিত দিয়েছিলেন- ইউক্রেনে পরাজয়ের মুখে পড়লে রাশিয়া সম্ভবত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

তিনি লিখেছেন, ‘প্রচলিত যুদ্ধে পারমাণবিক শক্তিধর কোনও দেশের পরাজয় পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।’

এ ছাড়া নরওয়ের গোয়েন্দা প্রতিবেদনে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ চলমান যুদ্ধে ন্যাটোর সরাসরি জড়িয়ে পড়ার বিপদ সম্পর্কেও সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৩১:০৮   ১৪৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধানের হুঁশিয়ারি
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস, ঘোষণা যে কোনো সময়
জোড়া বোমা বিস্ফোরণে ডিআর কঙ্গোতে শিশুসহ নিহত ১২
পাকিস্তানে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত : পুলিশ
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশ মোতায়েন
গাজায় ‘গণহত্যা’ জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া
রাফাহতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ চায় জাতিসংঘ
মদিনায় রেড এলার্ট!
রুশ হামলা আমাদের পেছনে ঠেলে দিচ্ছে : ইউক্রেনের সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ