তুরস্কে দাফনের জায়গা সংকট

প্রথম পাতা » আন্তর্জাতিক » তুরস্কে দাফনের জায়গা সংকট
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



তুরস্কে দাফনের জায়গা সংকট

তুরস্কের আদিয়ামানে এখন হাজার হাজার নতুন কবর। লাশ বহন ও দাফনে দিনরাত কাজ করছেন নগর প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। এ অবস্থায় দেখা দিয়েছে দাফনের জায়গা সংকট।

ভূমিকম্পের পর তুরস্কে সংকটময় অবস্থা দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের পাশাপাশি হাসপাতাল থেকে কবরস্থানে আসছে একের পর এক লাশ। এসব বহন করছেন সিটি করপোরেশেনের কর্মীরা। কবরস্থানে দেখা যাচ্ছে প্রিয়জনের কবরের পাশে নিথর বসে আছেন স্বজনরা। অনেকে অপেক্ষা করছেন প্রিয়জনের লাশ দাফনের।

আদিয়ামান প্রদেশের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা লাশের সংখ্যা ছুঁয়েছে প্রায় সাড়ে ৭ হাজার। এ শহরের ৪টি ও পাশের শহরতলীর আরও বেশ কয়েকটি কবরস্থান মিলিয়ে সংকুলান হচ্ছে না লাশ দাফনের। তুরস্কে ১৯৩৯ সালের ভয়াবহ ভূমিকম্পকে ছাড়িয়ে গেল এবারের মৃত্যু সংখ্যা। এখনো নিখোঁজ হাজারো মানুষ।

যেসব লাশের পরিচয় মিলেছে, সেগুলো একদিকে দাফন করা হচ্ছে। আর পরিচয়হীন লাশ দাফন করা হচ্ছে অন্যদিকে। সারা দিনই বিরতিহীন কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। তারা বলছেন, এমন দৃশ্য যেন আর কখনো কাউকেই দেখতে না হয়।

এক স্বেচ্ছাসেবী বলেন, ভূমিকম্পের পর থেকেই আমরা এখানে সকাল থেকে রাত পর্যন্ত লাশ পরিবহনের কাজ করছি। এটি কেয়ামতের মতো একটি বিপর্যয়, এমন দৃশ্য যেন আর কখনো দেখতে না হয়। আরেকজন বলেন, বিরতিহীনভাবে এখানে কাজ করে যাচ্ছি। মরদেহগুলো এনে দাফনের ব্যবস্থা করছি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে আঘাত হানা ভূমিকম্প কাঁপিয়ে দেয় তুরস্ক ও সিরিয়ার বিশাল একটি অংশকে। শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে মৃতের সংখ্যা এখনও বাড়ছে। সবশেষ পাওয়া খবরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দুই দেশে ৪১ হাজারেরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:৩৩   ২৩৫ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া
হামাসকে গাজার শাসন ও অস্ত্রত্যাগের আহ্বান আরব বিশ্বের
সুনামি সতর্কতা, ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হতে পারে প্রভাব
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘে যৌথ ঘোষণাপত্র জারি সৌদি আরব-ফ্রান্সের
নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় যুদ্ধবিরতি আলোচনায় থাইল্যান্ড-কম্বোডিয়ার নেতারা
গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার দাবি ইসরাইলের
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ