ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সম্মত ইইউ ও যুক্তরাজ্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সম্মত ইইউ ও যুক্তরাজ্য
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সম্মত ইইউ ও যুক্তরাজ্য

অবশেষে ব্রিটেনের অন্তর্গত উত্তর আয়ারল্যান্ডের জন্য ব্রেক্সিট পরবর্তী একটি বাণিজ্যিক চুক্তির বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। লন্ডনে ইইউ প্রধান উরসুলা ভ্যান ডার লেয়নের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর রয়টার্সের।

নতুন চুক্তি অনুযায়ী দুই আয়ারল্যান্ডের মধ্যে কোনো ধরনের সীমানা প্রাচীর না রাখার বিষয়ে একমত হন দুই নেতা। সেইসঙ্গে, বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ করতে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার কথাও জানান তারা।

যৌথ সংবাদ সম্মেলনে ঋষি সুনাক জানান, দুই আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সহজ করতে কোন ধরনের সীমানা প্রাচীর বা সীমান্ত ব্যবস্থা না রাখার বিষয়ে একমত হয়েছেন তারা। সেইসঙ্গে, বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ করতে এবং একক বাজার নীতি বাস্তবায়নেও নেয়া হয়েছে নানা পদক্ষেপ।

ঋষি সুনাক বলেছেন, ‘দুই আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আমরা ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছি। চুক্তির বাস্তবায়ন হলে দুই আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটবে। সেইসঙ্গে যুক্তরাজ্যের মধ্যেও বাণিজ্যের চাকা সচল থাকবে। এই চুক্তিতে গোটা উত্তর আয়ারল্যান্ডের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে বলে মনে করি আমি।’

চুক্তির বিষয়ে উরসুলা ভ্যান ডার লেয়ন বলেন, ‘সমঝোতায় পৌঁছাতে পারায় আমি গর্বিত। এই চুক্তি আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিনের অচলাবস্থার সমাধান হবে। আশা করছি, এটি দুই আয়ারল্যান্ডের মানুষের জন্যই কার্যকরী হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে।’

সংবাদ সম্মেলনে ঋষি সুনাক আরও জানান, দুই আয়ারল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, কী নিয়ম অনুসরণ করা হবে তা নির্ধারণে প্রাদেশিক সরকারের হাতে আরও বেশি ক্ষমতা দেয়া হয়েছে। তবে, একক বাজার নীতির বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপীয় বিচারিক আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান ইইউ প্রধান।

চুক্তি নিয়ে ইইউ-এর সঙ্গে সমঝোতার পরপরই ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চুক্তির বিষয়টি চূড়ান্ত হলেই এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে বলেও জানান তিনি। একইসঙ্গে চুক্তির অনুমোদনে পার্লামেন্ট সদস্যদের সমর্থনও কামনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে, বিশ্লেষকরা বলছেন চুক্তির বিষয়ে ইইউ-ব্রিটেন সমঝোতা হলেও আদতে এটি উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্যিক অচলাবস্থা কাটাতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পার্লামেন্টে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কোণঠাসা অবস্থান এবং ক্ষমতা বন্টনের রাজনৈতিক প্রক্রিয়ায় উত্তর আয়ারল্যান্ডের ব্রিটেনপন্থী ডিইউপি পার্টির সমর্থন না থাকা এ ক্ষেত্রে বড় বাধা বলেও মনে করেন অনেকে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৯   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে রাষ্ট্রীয় গণমাধ্যম
রাফা থেকে ৮ লাখ ফিলিস্তিনি পালিয়েছে: জাতিসংঘ
আলোচনার জন্য সৌদি যুবরাজ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাত
পাকিস্তানে ট্রাক খাদে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত
কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী ‘দেখলেই মারধর’, আতঙ্কে বাংলাদেশিরা
টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে
গাজায় ১০ দিন ধরে চিকিৎসাসামগ্রী পাচ্ছে না ডাব্লিউএইচও
মুম্বাইয়ে বিলবোর্ডের মালিককে গ্রেফতার
ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস
ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ