দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা

র‍্যাব মহাপরিচালক(ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, দেশের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনা দুর্ঘটনা কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের র‍্যাব গোয়েন্দো দল কাজ করছে। তদন্ত শেষে আসল ঘটনা বলা যাবে। আপাতত আমরা হতাহতদের উদ্ধারে বেশি গুরুত্ব দিচ্ছি।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলিস্তান সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‍্যাব ডিজি বলেন, আমরা প্রাথমিকভাবে গ্যাসের উপস্থিতির তথ্য এখনো পাইনি। এখানে সেনাবাহিনী, ডিএমপি’র বোম ডিসপোজাল টিম কাজ করছে। তাদের কার্যক্রম শেষে আমরা বলতে পারবো আসল বিস্ফোরণের কারণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি।

ভেতরে কেউ আটকে পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো নিশ্চিত না ভেতরে কেউ আটকে পড়েছে কিনা। কারণ ভবনটি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে ঢুকতে পারছেন না। যেহেতু আন্ডারগ্রাউন্ডের কয়েকটা চেম্বার তল্লাশি বাকি রয়েছে।

তিনি আরও বলেন, আজ শব-ই শরাতের রাত। আমরা এখানে উদ্ধার তৎপরতায় রয়েছি। পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা মসজিদে নিরাপত্তার বিষয় রয়েছে। সবদিকে আমরা খেয়াল রাখছি। এটা অন্য কারণে বিস্ফোরণ নাকি নাশকতা তা অনুসন্ধানে গোয়েন্দারা কাজ করছে। সাম্প্রতিক ঘটনার দিকে লক্ষ্য কররে সন্দেহ হতেই পারে। তথ্য পেলে আমরা জানাবো।

বাংলাদেশ সময়: ২৩:০৫:১৬   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জের বন্দরে খাদ্য গুদাম পরিদর্শন করলেন, খাদ্য উপদেষ্টা
উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
আগে জাতীয় নির্বাচনের দাবি ১২ দলীয় জোটের
মহাসমাবেশ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক হেফাজতের
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ