রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তারা হলো- রূপগঞ্জের গোলাকান্দাইলের মৃত আছমত আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও আলমগীর হোসেনের ছেলে ইলিয়াস হোসেনকে (২৪)।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। এরআগে মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিআইডির তদন্তকারী কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করে র‌্যাব।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, ভিকটিম রাকিব হোসেন রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় তার বোন আখি আক্তারের নির্মাণাধীন ভবন দেখাশুনা করতেন।

স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজগ্রুপ জাকির গ্রুপের লিডার জাকির হোসেন ও ইলিয়াস হোসেনসহ তাদের অন্যান্য সহযোগীরা ভিকটিম রাকিবের কাছ থেকে তার তত্ত্বাবধানে ওই নির্মাণাধীন ভবনের জন্য চাঁদা দাবি করে।

ভিকটিম রাকিব চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে জাকির গ্রুপ রাকিবের ওপর ক্ষুব্ধ হয়। গত ২১ সেপ্টেম্বর রাতে রাকিব গোলাকান্দাইল পূর্বপাড়া হান্নানের চায়ের দোকানে অবস্থান করাকালে আসামি জাকির ও ইলিয়াসসহ জাকির গ্রুপের অন্যান্য সদস্যরা মিলে অতর্কিতভাবে হামলা করে।

আসামিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে ভিকটিম রাকিবকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে তারা। ওই ঘটনায় ভিকটিমের বোন আখি আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৫:৪২   ২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকলের সম্মিলিত প্রয়াসে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হবে - সংস্কৃতি প্রতিমন্ত্রী
দিনাজপুরে সিঙ্গারীগাঁও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন নৌপরিবহন প্রতিমন্ত্রীর
সুপেয় পানি নিশ্চিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোমিনুল-আমানদীপের ব্যাটিংয়ে জিতলো রূপগঞ্জ টাইগার্স
বিএনপি রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় : তথ্যমন্ত্রী
আবারও শিরোনামে ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা
১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডির গাড়ি চালকের লাশ উদ্ধার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ