নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে তা পালনে পুলিশ প্রস্তুত: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে তা পালনে পুলিশ প্রস্তুত: আইজিপি
বুধবার, ১৫ মার্চ ২০২৩



নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে তা পালনে পুলিশ প্রস্তুত: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন কমিশন পুলিশ বাহিনীকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি।

বুধবার বিকালে বরিশাল নগরের পলিটেকনিক রোডের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের একটি পুরাতন প্রতিষ্ঠান। আমরা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলার এই দায়িত্ব সফলতার সঙ্গে স্বার্থকভাবে পালন করে আসছি। দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিলো মাননীয় প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতির কারণে এবং পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধির কারণে সবাই মিলে কাজ করে সেগুলো দমন করা হয়েছে। সবাই মিলে বলতে, দেশের আপামর জনসাধারণ, মিডিয়াকর্মী, গোয়েন্দা সংস্থা, পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন প্রশাসনের সবাই মিলে একই প্লাটফর্মে একযোগে কাজ করে আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিরাট উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছি।

আইজিপি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির এ উন্নয়নকে ধরে রাখতে চাই। কারণ আমরাই দেখিয়েছি সবাই মিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারি। দেশে বর্তমানে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশে বিরাজ করছে। এই পরিবেশ ধরে রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুতি রয়েছে।

সুপ্রিম কোর্টে পুলিশের হামলাসহ দেশের বেশ কিছু স্থানে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে পুলিশপ্রধান বলেন, আমরা মনে করি দায়িত্ব পালনে পুলিশ-সাংবাদিক একে অপরের সহযোগী। আমি আগেই বলেছি আমরা একসঙ্গে একযোগ কাজ করি। প্রত্যেকটি ঘটনায় যে অভিযোগ আসবে সেটার ফেইজ টু ফেইজ তদন্ত করে অবশ্যই আইনগত ও বিধিগত যে ব্যবস্থা নেয়া দরকার সেটাই নেব।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে আইজিপি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের উর্ধ্বমূখী সম্প্রসারণ ও ব্লাড ব্যাংক এবং পুলিশ লাইন্স নব নির্মিত অস্ত্রাগার ভবনের উদ্বোধন করবেন।

পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের সব পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।

এরআগে দুপুরে আইজিপি বরিশাল নগরের রুপাতলীস্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স পরিদর্শন করেন। সেখানে তিনি গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি নগরের বান্দরোডস্থ পুলিশ অফিসার্স মেস পরিদর্শন করেন। সেখানে তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার)। এর কিছুক্ষণ পরে সেখান থেকে মেট্রোপলিটন পুলিশের নিজস্ব নতুন ভবন পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৪   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বলিউড সিনেমার পুরনো রেকর্ড ভেঙে দিল রণবীরের ‘ধুরন্ধর’
জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: হাবিবুর রশিদ
নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা
নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা
ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু
হাদিকে গুলি করা অপরাধীরা পালিয়েছে কিনা- এখনও নিশ্চিত নয়
রিজার্ভ না বাড়লে চাপে পড়বে বিনিময় হার, উসকে দেবে মূল্যস্ফীতিকে: র‌্যাপিড
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ