সরিষাবাড়ীতে অটো চালক স্বাধীন হত্যা মামলার আসামি গ্রেফতার-১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অটো চালক স্বাধীন হত্যা মামলার আসামি গ্রেফতার-১
শনিবার, ১৮ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে অটো চালক স্বাধীন হত্যা মামলার আসামি গ্রেফতার-১

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা চালক স্বাধীন’কে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে জামাল উদ্দিন(৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের যমুনার শাখা নদীর উপর নির্মিত বয়ড়া ব্রীজের নীচ হতে স্বাধীন(২৭) নামে এক অটোরিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল শনাক্ত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এঘটনায় গত বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে নিহতের মা বানেছা বেগম থানায় একটি অজ্ঞাননামা মামলা দায়ের করে। এ মামলার সূত্রধরেই তদন্তকারী কর্মকর্তা এস.আই সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১৭ মার্চ) সকালে হত্যাকান্ডে জড়িত থাকা সন্দেহে জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে।

পরে আটককৃত আসামির তথ্য মতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়,স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকা আসামি পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে জামাল উদ্দিন(৩০)।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন “অটোরিকশা চালক স্বাধীন হত্যা মামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সেই সাথে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আমরা আসামীর রিমান্ড চেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে”।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৪১   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল : গয়েশ্বর চন্দ্র রায়
বানৌজার প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ
৫ আগস্টের পর পরিবর্তনের সুযোগ হেলায় হারাতে চাই না: দেবপ্রিয় ভট্টাচার্য
কোনো দেশে জনগণ যদি শঙ্কায় বাস করে, সেটা চরম মানবধিকার লঙ্ঘন: সুলতানা কামাল
ভূমিকম্প সতর্কতায় সরকার প্রস্তুত, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ চান প্রধান উপদেষ্টা
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ডিসি-ইউএনও পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
ডেভিড-সুরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ