সরিষাবাড়ীতে অটো চালক স্বাধীন হত্যা মামলার আসামি গ্রেফতার-১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অটো চালক স্বাধীন হত্যা মামলার আসামি গ্রেফতার-১
শনিবার, ১৮ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে অটো চালক স্বাধীন হত্যা মামলার আসামি গ্রেফতার-১

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা চালক স্বাধীন’কে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে জামাল উদ্দিন(৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের যমুনার শাখা নদীর উপর নির্মিত বয়ড়া ব্রীজের নীচ হতে স্বাধীন(২৭) নামে এক অটোরিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল শনাক্ত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এঘটনায় গত বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে নিহতের মা বানেছা বেগম থানায় একটি অজ্ঞাননামা মামলা দায়ের করে। এ মামলার সূত্রধরেই তদন্তকারী কর্মকর্তা এস.আই সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১৭ মার্চ) সকালে হত্যাকান্ডে জড়িত থাকা সন্দেহে জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে।

পরে আটককৃত আসামির তথ্য মতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়,স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকা আসামি পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে জামাল উদ্দিন(৩০)।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন “অটোরিকশা চালক স্বাধীন হত্যা মামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সেই সাথে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আমরা আসামীর রিমান্ড চেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে”।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৪১   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ