ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
শনিবার, ১৮ মার্চ ২০২৩



ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (১৮ মার্চ) নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সরকারিভাবে প্রাপ্ত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বোচাগঞ্জ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে সরকারি করেছেন; এক লাখের ওপরে শিক্ষক সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ পদক্ষেপ অন‍্য কেউ নেননি। সরকার ১১টি প্রকল্পের মাধ‍্যমে প্রাথমিক স্তরে ল‍্যাপটপ বিতরণ করছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট দেশের দিকে যাচ্ছে। সেলক্ষ‍্য বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ‍্য-প্রযুক্তির দিকে মনযোগী হতে প্রধানমন্ত্রী ল‍্যাপটপহ অন‍্যান‍্য সামগ্রী বিতরণ করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন বলেই ছাত্রছাত্রীরা সমগ্র পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারছে। এই পথটি তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। অতীতের কোনো সরকার এ কাজ করেনি। শিক্ষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের জন‍্য শিগগিরই স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করবেন।

আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সন্তানদের ভিত্তি তৈরিতে শিক্ষকদের আরও মনযোগ দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

একই স্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বোচাগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ‍্য যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৪৪   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাহমুদুর রহমানকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ করারোপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ