স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে সরকার : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে সরকার : এনামুল হক শামীম
বুধবার, ২৯ মার্চ ২০২৩



স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে সরকার : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। এ লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ৪টি ভিত্তি স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে সরকার। আগামী প্রজন্মকে বিশ্বমানের সুশিক্ষায় শিক্ষিত করতেও সরকার নানামুখি উদ্যোগ নিয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক হবে এ নতুন প্রজন্ম।
আজ বুধবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৩৮ শিক্ষার্থীকে ট্যাব, ৪২টি প্রতিষ্ঠানে ২৪ লাখ ৩৩ হাজার টাকার টিআরের চেক বিতরণ ও উপজেলা পর্যায়ে আয়বর্ধক প্রশিক্ষণার্থীদের মাঝে ১২ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী বাংলাদেশ। স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সকলকে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
উপমন্ত্রী বলেন, ‘এদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য মনোনিবেশ করবে সেটাই আমাদের প্রত্যাশা। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকা-ের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে, উন্নত প্রযুক্তি যেন তারা আয়ত্ত করতে পারে, সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। কারণ, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা শতভাগ। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মাটি ও মানুষের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তাই জনগণ আগামী নির্বাচনেও স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।’
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে এএসপি রাসেল মনির, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৯   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অন্তর্বর্তী সরকার যতোদিন আছে সারের কোনো সংকট হবে না এবং দামও বাড়বে না: কৃষি উপদেষ্টা
টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে চকলেটের লোভ দেখিয়ে স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত প্রধান শিক্ষক
কাল্কি সিনেমার ‘এন্ড ক্রেডিট’ থেকেও বাদ দীপিকার নাম
নির্বাচন যথাসময়ে নাও হতে পারে, তবে জুলাই সনদ হতে হবে : তাহের
১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল
নারায়ণগঞ্জে ১ মণ গাঁজা-ট্রাকসহ ২ মাদক কারবারি আটক
জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে : নুর
চাঁদপুরে ইয়াবাসহ যুবক-যুবতী আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ