ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে আবারও হঠাৎ করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (বুধবার) দেশটিতে সাড়ে ১২ হাজার ব্যক্তি নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। যা এর আগের দিনের তুলনায় ২০ শতাংশ বেশি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনা ভাইরাসের উপ-প্রকরণ এক্সবিবি.১.১৬ কারণে হঠাৎ করে সংক্রমণ বাড়ছে। তবে তারা বলেছেন, সংক্রমণ বাড়লেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার বদলে করোনা বিধি মেনে চলা ও করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েকদিন ধরেই। তবে ২০২০ সালের শুরুর দিকে ভাইরাসটির সংক্রমণ নিয়ে ভারতজুড়ে যে আতঙ্ক ছড়িয়েছিল এখন তেমন কিছু নেই। এমনকি বিধিনিষেধ মানতে সাধারণ মানুষকে বাধ্য করতেও তেমন সরকারি-বেসরকারি তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।

বিশ্বে করোনা বিধিনিষেধ আরোপ ও কার্যকরে সবচেয়ে বেশি কড়াকাড়ি দেখিয়েছে চীন। দেশটিতে ২০২২ সালের শেষ পর্যন্তও লকডাউন ছিল। এছাড়া স্বাস্থ্যকর্মীদের পিপিই, গ্লাভসসহ ভারী পোশাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

কিন্তু ২০২২ সালের শেষ দিকে লকডাউনে আবদ্ধ একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজনের মৃত্যু হলে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নামে সাধারণ মানুষ। এরপর চীনের সরকার কঠোর সব বিধি স্থগিত করতে বাধ্য হয়।

বর্তমানে দেশটির সরকার করোনা সংক্রমণ সংক্রান্ত কোনো খবর আর প্রকাশ করছে না। ফলে দেশটিতে এখন করোনার প্রভাব কেমন রয়েছে সে বিষয়ে কারও সুষ্পষ্ট কোনো ধারণা নেই।

বাংলাদেশ সময়: ১২:৫২:৫০   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সার্কের বিকল্প নতুন জোট গড়ছে চীন-পাকিস্তান, যুক্ত আছে বাংলাদেশও
গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল
শুকিয়ে যাচ্ছে কাস্পিয়ান সাগর, দেখা যায় খালি চোখেই!
ইরান যুদ্ধের পর জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরাইলকে সমর্থন
চীন থেকে জে-১০সি যুদ্ধবিমান কিনছে ইরান: রিপোর্ট
ইসরাইলে নেতানিয়াহুর সঙ্গে যা করা হচ্ছে, তা ভয়াবহ: ট্রাম্প
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
গাজায় আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী
নিষেধাজ্ঞা শিথিলসহ ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ