নেতানিয়াহুর পদত্যাগ দাবি, উত্তাল ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতানিয়াহুর পদত্যাগ দাবি, উত্তাল ইসরাইল
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



নেতানিয়াহুর পদত্যাগ দাবি, উত্তাল ইসরাইল

নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থা সংস্কারের প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরাইল।

ইসরাইলে বিক্ষোভের আগুন যেন কিছুতেই থামছে না। বিচারব্যবস্থার সংস্কার, আইন সংশোধনের প্রতিবাদে শনিবার (২২ এপ্রিল) রাতে ১৬তম সপ্তাহের মতো ইসরাইলের রাজধানী তেল আবিবের রাজপথে নামেন কয়েক লাখ মানুষ। স্বাধীনতা দিবসের ঠিক আগ মুহূর্তে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। সবার মুখে ছিল প্রতিবাদী স্লোগান।

আন্দোলনকারীদের অভিযোগ, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বিচারব্যবস্থা সংস্কারের নামে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। এই বিচারব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলমান মামলা থেকে বাঁচারও সুযোগ খুঁজছেন।

বিচারব্যবস্থা সংস্কারের নামে নেতানিয়াহু ইসরাইলে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, আমরা প্রতি শনিবার এখানে বিক্ষোভ করছি। কিন্তু আজকের (২২ এপ্রিল) বিক্ষোভ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বুধবার (২৬ এপ্রিল) আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু সেই স্বাধীনতা আজ বিপন্ন। কঠিন সময় পার করছি আমরা।

গেল ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি।

নতুন সংশোধনীতে, সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েছেন।

যদিও তীব্র আন্দোলনের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ সাময়িক স্থগিতের ঘোষণা দিলেও, ওই উদ্যোগ পুরোপুরি বাতিল ও নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরাইলের সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১২:২৯:০৬   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ১০ দিন ধরে চিকিৎসাসামগ্রী পাচ্ছে না ডাব্লিউএইচও
মুম্বাইয়ে বিলবোর্ডের মালিককে গ্রেফতার
ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস
ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাহরাইনে যাচ্ছেন আরব নেতারা
চীন সফরে আরো সহযোগিতার আশা পুতিনের
সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী
১২ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি হামাসের
স্লোভাক প্রধানমন্ত্রী ফিকো’র জীবন ঝুঁকিমুক্ত: উপ-প্রধানমন্ত্রী
পেরুতে বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ