রাতে বিটিভিতে ঈদ ‘ইত্যাদি’র বিশেষ পর্ব, যা যা থাকছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাতে বিটিভিতে ঈদ ‘ইত্যাদি’র বিশেষ পর্ব, যা যা থাকছে
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



রাতে বিটিভিতে ঈদ ‘ইত্যাদি’র বিশেষ পর্ব, যা যা থাকছে

নব্বইয়ের দশক থেকে টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি ঈদেই থাকে অনুষ্ঠানটির বিশেষ পর্ব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদ ‘ইত্যাদি’র বিশেষ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে রবিবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

যা যা থাকছে এবারের ‘ইত্যাদি’র বিশেষ পর্বে

এবারের ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিশেষ এই পর্ব শুরু হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। রয়েছে একটি দেশাত্মবোধক গান।

দেশাত্মবোধক গানটিতে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গানের চিত্রায়ণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ।

এবারের ইত্যাদিতে নৃত্যেও বৈচিত্র্য এনেছেন অনুষ্ঠানটির রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত। ত্রিমাত্রিক নাচটি পরিবেশন করবেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। ছন্দে ছন্দে একটি ব্যতিক্রমী আড্ডার আলোচনায় অংশগ্রহণ করবেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়।

তিনজন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে দিয়ে করানো হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে অভিনয়। মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়। অভিনেত্রী রিচি সোলায়মানকে দীর্ঘদিন পর এ পর্বের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন।

ছোটবেলায় ‘আদর্শলিপি’ কিংবা ‘বাল্যশিক্ষা’য় পড়া কিছু নীতিবাক্য নিয়ে তৈরি করা হয়েছে একটি দলীয় সংগীত। এ পর্বে অংশগ্রহণ করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ এবং চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সম্প্রতি তারা জুটি বেঁধে একটি সিনেমায় অভিনয় করেছেন।

‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের দিয়েও বাংলাদেশের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। নির্বাচিত চারজন দর্শকের মুখোমুখি হবেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। রয়েছে নাতি আর নানির পর্বও।

তুমুল জনপ্রিয় এ অনুষ্ঠানটির শিল্প নিদের্শনা করেছেন মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বাংলাদেশ সময়: ১২:৪৮:০৭   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ
রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
সরিষাবাড়ীতে ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয়: মঈন খান
হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখরুল
প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ
দেবী সরস্বতীর তাৎপর্য সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ - মৎস্য উপদেষ্টা
১২ ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড, মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ