মদের পর এবার পোশাকের ব্যবসায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মদের পর এবার পোশাকের ব্যবসায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



মদের পর এবার পোশাকের ব্যবসায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান

মদের ব্যবসার পর এবার পোশাকের ব্র্যান্ড! অভিনয়ের বদলে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ব্যবসাতেই ঝোঁক বেশি। কারণ সিনেমার বদলে ব্যবসার ক্ষেত্রেই আগে হাতেখড়ি হয়েছে তার। সোমবার আরিয়ান তার নতুন পোশাকের ব্র্যান্ডের ফার্স্ট লুক প্রকাশ করেছেন। সঙ্গে ওই ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপনের টিজারও প্রকাশ করেন তিনি।

টিজারে দেখা গেছে, শাহরুখ খান একটি ব্ল্যাকবোর্ডে টাইমলেস কথাটি চক দিয়ে কেটে দিচ্ছেন। তারপরই হাত থেকে লাল রং লেগে থাকা তুলিটি পড়ে যায়। মাটি থেকে সেটা তুলতে যাওয়ার মুহূর্তেই পুরো স্ক্রিন কালো হয়ে যায় এবং ভেসে ওঠে ব্র্যান্ডের নাম।

একদম শেষে শাহরুখ খানের চেহারা ভেসে ওঠে। আরিয়ানের নতুন এই ব্র্যান্ডের নাম ডিয়্যাভল (D’Yavol)। এটি একটি লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড। বোঝাই যাচ্ছে ‘জেন জি’-এর কাছে পৌঁছানোই এর লক্ষ্য।

জানা গেছে, এই লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপনটি আরিয়ান খান নিজেই নির্দেশনা করেছেন। এই বিজ্ঞাপনটির মাধ্যমেই পরিচালনায় তার অভিষেক হলো। তবে তার ব্র্যান্ডের মুখ শাহরুখ খানই। ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ABCDEFGHIJKLMNOPQRSTUVW_YZ…X আসবে ২৪ ঘণ্টার ভেতরে। এক্সক্লুসিভ কনটেন্ট পেতে ফলো করুন @dyavol.x।’

পুরো ভিডিওটি মঙ্গলবার প্রকাশ পেয়েছে। তবে এই লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ডটির মালিক তিনি একা নন। তার সঙ্গে সহ-মালিক হিসেবে রয়েছেন লেটি ব্লাগোয়েভা ও বান্টি সিং। এই পার্টনারদের সঙ্গে তিনি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ডের ব্যবসা শুরু করেছেন আগেই।

গত বছরই আরিয়ান ব্যবসায় আত্মপ্রকাশ করেছিলেন। তিনি সর্বপ্রথম ভারতে তার স্পিরিট ব্র্যান্ড চালু করেন এবং একই পার্টনারদের সঙ্গে তিনি বিশ্বের সবচেয়ে বড় ব্রিউইং কোম্পানির সঙ্গে কাজ করছেন। স্পিরিট ব্র্যান্ড চালু করার সময়ই তিনি তার আসন্ন পোশাকের ব্র্যান্ডের খবর ঘোষণা করেছিলেন।

ডিয়্যাভল বিষয়ে আরিয়ান বলেন, ‘আপাতত লিমিটেড সংখ্যক ক্যাপসুল কালেকশন গ্রাহকদের কাছে পৌঁছাবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। সেখান থেকে তা পরে আরও বাড়তে থাকবে।’ তবে ব্যবসার পাশাপাশি লেখক ও পরিচালক হিসেবেও কাজ করছেন আরিয়ান।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪৭   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড
কদম রসূল সেতুর এপ্রোচ সড়কের মুখটি পুনঃনির্ধারণ দাবিতে সংবাদ সম্মেলন
ফরিদপুরের চরভদ্রাসনে কৃতি স্কুল শিক্ষার্থীদেরকে মেধা বৃত্তি প্রদান
নারায়ণগঞ্জে মডেল গ্রুপে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা
কাতার আমিরের এয়ার এম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : টুকু
মহান মে দিবস উপলক্ষ্যে ছায়া সংসদ বিতর্ক : শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা
জামালপুরে এনজিও থেকে টাকা তুলে না দেওয়ায় গৃহবধূকে মারধর
সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া যায় না : চরমোনাই পীর
দেশের মানুষ এখনো আর্সেনিকযুক্ত পানি পান করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ