মদের পর এবার পোশাকের ব্যবসায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মদের পর এবার পোশাকের ব্যবসায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



মদের পর এবার পোশাকের ব্যবসায় নামলেন শাহরুখপুত্র আরিয়ান

মদের ব্যবসার পর এবার পোশাকের ব্র্যান্ড! অভিনয়ের বদলে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ব্যবসাতেই ঝোঁক বেশি। কারণ সিনেমার বদলে ব্যবসার ক্ষেত্রেই আগে হাতেখড়ি হয়েছে তার। সোমবার আরিয়ান তার নতুন পোশাকের ব্র্যান্ডের ফার্স্ট লুক প্রকাশ করেছেন। সঙ্গে ওই ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপনের টিজারও প্রকাশ করেন তিনি।

টিজারে দেখা গেছে, শাহরুখ খান একটি ব্ল্যাকবোর্ডে টাইমলেস কথাটি চক দিয়ে কেটে দিচ্ছেন। তারপরই হাত থেকে লাল রং লেগে থাকা তুলিটি পড়ে যায়। মাটি থেকে সেটা তুলতে যাওয়ার মুহূর্তেই পুরো স্ক্রিন কালো হয়ে যায় এবং ভেসে ওঠে ব্র্যান্ডের নাম।

একদম শেষে শাহরুখ খানের চেহারা ভেসে ওঠে। আরিয়ানের নতুন এই ব্র্যান্ডের নাম ডিয়্যাভল (D’Yavol)। এটি একটি লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড। বোঝাই যাচ্ছে ‘জেন জি’-এর কাছে পৌঁছানোই এর লক্ষ্য।

জানা গেছে, এই লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপনটি আরিয়ান খান নিজেই নির্দেশনা করেছেন। এই বিজ্ঞাপনটির মাধ্যমেই পরিচালনায় তার অভিষেক হলো। তবে তার ব্র্যান্ডের মুখ শাহরুখ খানই। ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ABCDEFGHIJKLMNOPQRSTUVW_YZ…X আসবে ২৪ ঘণ্টার ভেতরে। এক্সক্লুসিভ কনটেন্ট পেতে ফলো করুন @dyavol.x।’

পুরো ভিডিওটি মঙ্গলবার প্রকাশ পেয়েছে। তবে এই লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ডটির মালিক তিনি একা নন। তার সঙ্গে সহ-মালিক হিসেবে রয়েছেন লেটি ব্লাগোয়েভা ও বান্টি সিং। এই পার্টনারদের সঙ্গে তিনি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ডের ব্যবসা শুরু করেছেন আগেই।

গত বছরই আরিয়ান ব্যবসায় আত্মপ্রকাশ করেছিলেন। তিনি সর্বপ্রথম ভারতে তার স্পিরিট ব্র্যান্ড চালু করেন এবং একই পার্টনারদের সঙ্গে তিনি বিশ্বের সবচেয়ে বড় ব্রিউইং কোম্পানির সঙ্গে কাজ করছেন। স্পিরিট ব্র্যান্ড চালু করার সময়ই তিনি তার আসন্ন পোশাকের ব্র্যান্ডের খবর ঘোষণা করেছিলেন।

ডিয়্যাভল বিষয়ে আরিয়ান বলেন, ‘আপাতত লিমিটেড সংখ্যক ক্যাপসুল কালেকশন গ্রাহকদের কাছে পৌঁছাবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। সেখান থেকে তা পরে আরও বাড়তে থাকবে।’ তবে ব্যবসার পাশাপাশি লেখক ও পরিচালক হিসেবেও কাজ করছেন আরিয়ান।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪৭   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৪
কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ
জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ
পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু
নাহিদ-হাসনাতদের দেখতে রাস্তার মানুষের ভিড়
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: উপদেষ্টা আসিফ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার
পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: নজরুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ