চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
রবিবার, ১৪ মে ২০২৩



চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়াল মাদ্রিদের সামনে। আগামী বুধবার (১৭ মে) সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় এবং ফিরতি লেগ ম্যানচেস্টারের মাঠে বিধায় এটি রিয়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একই সঙ্গে চ্যালেঞ্জের। তার আগেই কিনা দুঃসংবাদ পেল স্প্যানিশ জায়ান্টরা।

ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগে ভিনিসিউস জুনিয়রের পা থেকে রিয়াল মাদ্রিদ যে গোলটি পেয়েছিল, সেটা এসেছিল এদুয়ার্দো কামাভিঙ্গার দারুণ সহায়তার জোরে। সেই কামাভিঙ্গা সিটি ম্যাচের আগে পায়ের ইনজুরিতে পড়েছেন। খবরটি রিয়াল মাদ্রিদের জন্য বড় ধরনের দুঃসংবাদই। কোচের কপালে কি চিন্তার ভাঁজ পড়েছে?

শনিবার লা লিগায় গেতাফের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচেই চোটে পড়েন কামাভিঙ্গা। বল রিসিভ করার সময় গেতাফের এক খেলোয়াড় তার পায়ের উপর পা দিয়ে চাপ দেন। ফলে কিছুক্ষণ পর মাঠ ছেড়ে দিতে হয় তাকে, ফিজিওরাও শুরু করেন শুশ্রূষা। তবে তাকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি।

অ্যানচেলত্তির মতে, ‘এটা কেবল একটা চোট। কামাভিঙ্গা দ্রুত সেরে উঠবে। ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার জন্য সবার প্রস্তুত থাকা প্রয়োজন। কামাভিঙ্গা অল্প ব্যথা পেয়েছে, ওর ভালো থাকা উচিত। হ্যাঁ, ওর হাঁটুতে ছোট মোচড় লেগেছে, আর কিছুই না। যারা খেলেছে, তাদের মতো সেও আগামীকাল বিশ্রামে থাকবে।’

কামাভিঙ্গার চোটের ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ৭০ মিনিটে লিড নিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে রিয়াল। এই জয়ে ৩৪ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৮২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। পরবর্তী ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ন্যু ক্যাম্পের দলটির।

বাংলাদেশ সময়: ১১:০৬:১২   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ