দেশের চিকিৎসা সেবায় প্রথম স্থান অর্জন করেছে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের চিকিৎসা সেবায় প্রথম স্থান অর্জন করেছে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স
শুক্রবার, ১৯ মে ২০২৩



দেশের চিকিৎসা সেবায় প্রথম স্থান অর্জন করেছে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : দেশের চিকিৎসা সেবায় সরকারি হাসপাতাল গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স।

গত বুধবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবার মান বিচারে হেলথ সিস্টেম স্ট্রেন্দেইনিং (এইচএসএস) এর সর্বশেষ প্রকাশিত রেঙ্কিংয়ের ফলাফল অনুযায়ী এ সংবাদটি জানা যায়। এ অর্জনের ফলে জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে জনবল সঙ্কট থাকলেও থেমে নেই সেবার মান। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. বদরুল হাসান গত বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। বর্তমানে প্রতিদিন রোগীর চাপ বাড়ার পাশাপাশি সেবাপ্রত্যাশীদের সন্তুষ্টিও লক্ষ্য করা যাচ্ছে।

চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে ৪৭ হাজার ২৪৭ জন, অন্তঃবিভাগে ৩ হাজার ৬১০ জন এবং জরুরি বিভাগে ৬ হাজার ৭৩২ জন রোগী চিকিৎসা সেবা পেয়েছেন। এছাড়া ৪৬ জন সিজারিয়ান অপারেশন ও ৩৫২ জনকে স্বাভাবিক প্রসব করানো হয়। ছাড়াও প্যাথলজি থেকে একলাখ ১১ হাজার ৩৮০ টাকা ও অ্যাম্বুলেন্স থেকে দুই লাখ ২৭ হাজার ৮০০ টাকা আয় হয়েছে।

অপরদিকে গত বছর বহিঃহিভাগে ৯১ হাজার ৯৪৯ জন, অন্তঃবিভাগে ১১ হাজার ৫১০ জন এবং জরুরি বিভাগে ১৬ হাজার ৭৪৩ জন রোগী চিকিৎসা পেয়েছেন। এছাড়া ১৪৪ জনকে সিজারিয়ান অপারেশন ও ১ হাজার ২০৭ জনকে স্বাভাবিক প্রসব করানো হয়। প্যাথলজি থেকে একলাখ ৮০ হাজার ৮৮০ টাকা ও অ্যাম্বুলেন্স থেকে পাঁচলাখ ২০ হাজার ৪৫০ টাকা আয় হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. বদরুল হাসান নিউজ টু নারায়ানগঞ্জ কে জানান, হাসপাতালে অর্থোপেডিক্স, গাইনী, এনেস্থিসিয়া ও শিশুরোগ বিষয়ে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, যা উপজেলা পর্যায়ে প্রশংসনীয়।

এছাড়াও রেডিওলজি ও ইমেজিং বিভাগে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, সর্বাত্মক প্রচেষ্টায় তা সারিয়ে প্রতিদিন স্বল্পমূল্যে এক্সরে, আলট্রাসনোগ্রাম ও ইসিজি হচ্ছে। গতবছরের ডিসেম্বর পর্যন্ত এ স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে সপ্তম অবস্থানে ছিল। সেবার মান বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসের সর্বশেষ প্রকাশিত রেঙ্কিংয়ে ৭৭.৭৮ পয়েন্ট পেয়ে সারাদেশে প্রথম স্থান অর্জন করে।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা থাকলে এ রেঙ্কিংয়ের মান অব্যাহত থাকবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:২৩   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোকো’র কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
কৃষি জমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে : গণপূর্ত ও গণপূর্ত উপদেষ্টা
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
জাতীয় শিক্ষা সপ্তাহে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি শিক্ষকদের
মুস্তাফা জামান আব্বাসী আর নেই
নীলে নীলে মিলে একাকার মিম
ষড়যন্ত্র করে থামাতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে: হাসনাত
ভারতের ৩২ বিমানবন্দর সাময়িক বন্ধ
রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর
ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ