স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : কবির বিন আনোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : কবির বিন আনোয়ার
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : কবির বিন আনোয়ার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়পুরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় স্মার্ট কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।
জয়পুরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার আরও বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। দেশের যে উন্নয়ন হয়েছে তা কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট রাজনীতিসহ অর্থনীতিকে স্মার্ট করা এবং ৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছেন বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি কবির বিন আনোয়ার জয়পুরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মামুন খান চিশতি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গোলাম হক্কানী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড: এম এ হাই, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ নেতৃস্থানীয়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট কর্মীসভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০২   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের আহ্বান প্রধান তথ্য কমিশনারের
বন্দরে ২শ’ ইয়াবাসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়া চিকিৎসায় সেনাবাহিনীর মেডিকেল দল ও ওষুধ প্রেরণ
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ নেই : চট্টগ্রামে রাষ্ট্রদূত
ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগকে তৎপর হতে পরামর্শ রাষ্ট্রপতির
বিপিজেএ-এর ফল উৎসব আয়োজন প্রশংসনীয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ