গ্রামের মানুষ যদি অর্থনৈতিক ভাবে ভাল হয় তাহলে দেশের অর্থনীতিও ভাল হয় - রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রামের মানুষ যদি অর্থনৈতিক ভাবে ভাল হয় তাহলে দেশের অর্থনীতিও ভাল হয় - রেলপথ মন্ত্রী
সোমবার, ৫ জুন ২০২৩



গ্রামের মানুষ যদি অর্থনৈতিক ভাবে ভাল হয় তাহলে দেশের অর্থনীতিও ভাল হয় - রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, নবজাতক সন্তানরা পরিবার ও দেশের সম্পদ। এই সন্তানই আগামী দিনের সু-নাগরিক ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক হবে। আর তাই সরকার মায়েদের মাতৃত্বকালীন ভাতা দিয়ে সুস্থ সবল সন্তান প্রসবে আর্থিক সহায়তা প্রদান করছে।
আজ পঞ্চগড় এর দেবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় মহিলাদের মাঝে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে তাদের স্বাবলম্বি করার জন্য সরকার নানা প্রকল্প গ্রহণ করে আর্থিক ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, গ্রামের মানুষ যদি অর্থনৈতিক ভাবে ভাল হয় তাহলে দেশের অর্থনীতিও ভাল হয়। কৃষি ক্ষেত্রে সরকারের প্রণোদনা ও ভর্তুকি প্রদানের ফলেকৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে,গ্রামের সাধারণ মানুষ আর্থিক সুবিধা পাচ্ছে।
তিনি আরো বলেন, পবিত্র ধর্ম ইসলাম কে ব্যবহার করে কিছু সংখ্যক ব্যক্তি তালিম পাটির নামে গ্রামের মহিলাদের কানফুঁসলি দিচ্ছে,তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠনে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ সারাবন তহুরা বক্তব্য রাখেন।
মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে উপজেলার ১০০ জন অসহায় নারীর মাঝে ৫ লাখ টাকার অনুদানের অর্থ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে মন্ত্রী উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার সাবেক ছিটমহলের ৩১ জন খামারির মাঝে ৯৩ টি ভেড়া, ও ৫১ জন খামারির মাঝে ১০২ টি ছাগল বিনামুল্যে বিতরণ করেন।
পরে মন্ত্রী বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে উপজেলার ১০০ জন অসহায় মহিলার মাঝে ৫ লাখ টাকার অনুদানের অর্থ বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫৮   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড
চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে: তারেক রহমান
সোনারগাঁয়ে কাইকারটেক হাটে মামুন মাহমুদের লিফলেট বিতরণ
সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের
ঢাকার বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে অভিযানে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
ব্রিটিশরা চলে গেছে, রেখে গেছে তাদের ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা : খন্দকার আনোয়ার
আগে ক্যাপাসিটি বিল্ড আপ, তারপর এলডিসি থেকে উত্তরণ : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ