বিদেশিদের কাছে করুণা চায় বিএনপি : ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশিদের কাছে করুণা চায় বিএনপি : ওবায়দুল কাদের
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



বিদেশিদের কাছে করুণা চায় বিএনপি : ওবায়দুল কাদের

বিএনপি বিদেশিদের কাছে করুনা চায় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষের প্রতি বিএনপির আস্থা ও বিশ্বাস নেই। তারা সংবিধান, গণতন্ত্র, নির্বাচন ও গণরায়কে অবজ্ঞা করে। তিনি বলেন, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে। দেশ ও জনগণের মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, বিএনপি ত্রিশ লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্বকে ম্লান করে দিচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বিদেশি প্রভুদের নিকট ধরনা দিচ্ছে, দেশবিরোধী গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।

তিনি বলেন, মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ ও সরকার ভীত নয়। আমরা সর্বদা সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। ভিসানীতি যথাযথ প্রয়োগ হলে বিএনপি নেতাকর্মীদের এর আওতায় আসার আশঙ্কা রয়েছে। কারণ, তারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যহত করছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, মিথ্যাচার-অপপ্রচার করে বিএনপি নেতারা খুনি-স্বৈরশাসক, সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারী স্বৈরাচার জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছে। মূলত জিয়াউর রহমানই গণতন্ত্র ও সংবিধান ধ্বংস করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্যাডসর্বস্ব ভুঁইফোড়, বিবৃতিজীবী, পাকিস্তানপন্থী রাজনীতিক ও যুদ্ধাপরাধীদের নিয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক দল গঠন করে পাকিস্তানপন্থীদের ক্ষমতায়ন করেছিল জিয়াউর রহমান। রাষ্ট্রীয় কার্যক্রম ও গণমাধ্যম থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’-কে নির্বাসনে পাঠিয়েছিল।

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাদের বক্তব্যে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে, তাদেরকে আর রাজনৈতিক সংগঠন বলা চলে না।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০২   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ইসলামপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ
জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও জাল টাকার বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ