ছয় ঘণ্টা পর সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছয় ঘণ্টা পর সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



ছয় ঘণ্টা পর সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি পোশাক কারখানায় লাগা আগুন দীর্ঘ ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৭ জুন) রাত পৌনে বারোটার দিকে ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় মো. সালাউদ্দিনের মালিকানাধীন এম এস এন্টারপ্রাইজ নামের পোশাক কারখানায় আগুন লাগে।

এ ব্যাপারে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, মধ্যরাতে খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় উৎসুক মানুষের চাপ থাকায় কাজ করতে বেগ পেতে হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় কারখানা বন্ধ ছিল। ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘কারখানা তালাবদ্ধ থাকায় তা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরের কয়েকটি কক্ষের দরজাও বন্ধ ছিল। এসব কক্ষের প্রতিটি তালা আমাদের ভাঙতে হয়েছে। পাশাপাশি ১০ হাজার বর্গফুটের কারখানাটিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছিল। পরে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হলে সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তদন্তের পর বলা যাবে।’

বাংলাদেশ সময়: ১৩:০৬:০২   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি
আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না : রিজভী
বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা ও দুস্থদের মাঝে চেক বিতরণ
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
দুর্ভোগের আরেক নাম জরাজীর্ণ বালিজুড়ী-ভাটারা সড়ক
সাংস্কৃতিক জোটের নতুন সাধারণ সম্পাদক দীনাকে আনোয়ার হোসেনের অভিনন্দন
নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার লাভবান হবে: জাহিদ হোসেন
গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২
সিদ্ধান্ত গ্রহণে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’র উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ