জাতির পিতার সমাধিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



জাতির পিতার সমাধিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার দুপুরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহার এমপি ও সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়াামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন ।
এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের অন্তত ২ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দর নেতৃত্বে কুমিল্লা মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাসসহ কৃষক লীগের কুমিল্লা ও গোপালগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলা, মহানগর ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা মহানগর ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্প্রতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এই কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৩   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান
বঙ্গবন্ধুর সমাধিতে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালকের শ্রদ্ধা
গোপালগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ সার পেলেন এক হাজার কৃষক
সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভূমিসেবায় দুর্নীতি প্রতিরোধ করা হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ