বন্দরে ২শ’ ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ২শ’ ইয়াবাসহ গ্রেপ্তার ২
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



বন্দরে ২শ’ ইয়াবাসহ গ্রেপ্তার ২

বন্দরে ২শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ। অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় ওসমান নামে আরো মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ (২৬) ও একই ওয়ার্ডের বন্দর শাহীমসজিদ এলাকার আব্দুল সোবাহান মিয়ার ছেলে সজিব (২৫)।

পলতাক মাদক সম্রাট ওসমান বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা তেঁতুলতলা এলাকার আলীইসলাম মিয়ার ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বুধবার (৭ জুন) রাত পৌনে ১২ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাক্কা রাস্তার উপরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ী এদেরকে গ্রেপ্তার করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ আহাদুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারি ও পলাতক মাদক সম্রাট ওসমানকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৬)২৩।

থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে বন্দরে সোনাকান্দা, দড়ি-সোনাকান্দা, বেপারীপাড়া, মাহামুদনগর, সালেনগর ও বন্দর শাহীমসজিদ এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাজ্জাদ ও সজিবকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মাদক সম্রাট ওসমান কৌশলে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৩   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ–চীন কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
ভিনি-এমবাপ্পে রিয়ালের টানা দ্বিতীয় জয়
পান দোকানসহ বিভিন্ন জায়গায় বিমান টিকিটের সংকট তৈরি করা হয়: উপদেষ্টা
এক টাকা অনুদান না পেলেও লিগ্যাল এইডের কাজ চালিয়ে যাব : আইন উপদেষ্টা
বন্দরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক ডিলার নির্বাচন
শহরটাকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে: জেলা প্রশাসক
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ