ঢাকায় রাজা চার্লসের জন্মদিন, রাজ্যাভিষেক উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় রাজা চার্লসের জন্মদিন, রাজ্যাভিষেক উদযাপিত
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



ঢাকায় রাজা চার্লসের জন্মদিন, রাজ্যাভিষেক উদযাপিত

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন রাজধানীতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন এবং রাজা ও রানীর রাজ্যাভিষেক উদযাপন করেছে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় একটি হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন এবং রাজা ও রাণীর রাজ্যাভিষেক উদযাপনের জন্য এই সংবর্ধনার আয়োজন করতে পেরে আমি আনন্দিত।
তিনি বলেন, “আমাদের দীর্ঘ দিনের ইতিহাস ও জনগণের মধ্যে গভীর সম্পর্কের ভিত্তিতে যুক্তরাজ্য ও বাংলাদেশ একটি সুদৃঢ় অংশীদারিত্ব উপভোগ করছে। এছাড়া, ব্রিটিশ রাজা হচ্ছেন কমনওয়েলথ পরিবারের প্রধান।”
কুক আরো বলেন, “আমাদের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ। আমরা বাংলাদেশে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায্য কর্মসূচিকে সমর্থন করার জন্য অনুদান দিচ্ছি। রাজা চার্লস যুবা, কমিউনিটি, টেকসই ব্যবস্থা এবং বৈচিত্র্যের বিষয়ে একজন দৃঢ় সমর্থক। আমরা তাকে শ্রদ্ধা জানাই।
বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জাতীয় সংসদ, কূটনৈতিক কোর এবং ব্যবসা, বাণিজ্য, সামাজিক উন্নয়ন, একাডেমিয়া, শিল্প, সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া ক্ষেত্রের প্রতিনিধিরা এ উদযাপনে যোগ দেন।
রাজার সম্মানে এ অনুষ্ঠানের থিম ছিল “যুব, সম্প্রদায়, বৈচিত্র্য এবং স্থায়িত্ব”।
এ অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং ওয়েভ ফাউন্ডেশন ফর উইমেন ইন লিডারশিপের মাধ্যমে নেতৃত্বে নারীর ক্ষমতায়ন এবং সারা বাংলাদেশে জলবায়ু অ্যাডভোকেসির যুব প্রচারে সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:১০   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমরা সকলে খালেদা জিয়ার সন্তান, সবাই তার জন্য দোয়া করবেন : শামা ওবায়েদ
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণের পর ঘরে আগুন, দগ্ধ ৪
জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা
আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান
মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন: বাবর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ