কমলাপুরে র‍্যাবের পদক্ষেপ পরিদর্শনে খন্দকার মঈন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কমলাপুরে র‍্যাবের পদক্ষেপ পরিদর্শনে খন্দকার মঈন
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



কমলাপুরে র‍্যাবের পদক্ষেপ পরিদর্শনে খন্দকার মঈন

রাজধানীর কমলাপুরে ঘরমুখী মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে র‍্যাবের নেয়া পদক্ষেপ পরিদর্শন করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ সময় অনিয়ম পাওয়ায় র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক লাখ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৬ জুন) রাতে কমলাপুর রেলস্টেশনে পরিদর্শনে যান তিনি।

খন্দকার আল মঈন কমলাপুর রেলস্টেশনে স্থাপিত র‍্যাব কন্ট্রোল রুম পরিদর্শন করেন ও ঘরমুখী সাধারণ যাত্রীদের কাছ থেকে তাদের যাত্রা সম্পর্কিত অভিজ্ঞতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানতে চান।

এ সময় তিনি কমলাপুর রেলস্টেশনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। র‍্যাবের এ কর্মকর্তা জানান, ঈদে ঘরমুখী মানুষকে নিরাপত্তা দেয়ার পাশাপাশি র‍্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে সব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানগুলোতে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, ঘরমুখী মানুষের হয়রানি প্রতিরোধে টিকেট কালোবাজারি চক্রগুলোর বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। টিকেট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহন করাসহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড রোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় কার্যকরী পদক্ষেপ নিয়েছে র‍্যাব।

তিনি জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই বাস, পিকআপ, লেগুনা ইত্যাদি যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে র‍্যাব। বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটে ঘরমুখী নারী যাত্রীদের উত্যক্ত বা যৌন হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

যাত্রী হয়রানি ও টিকেট কালোবাজারিসহ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে র‍্যাব কন্ট্রোল রুম ও র‍্যাব টহল দলের সহায়তা নেয়ার জন্য সবাইকে অনুরোধ জানান খন্দকার আল মঈন।

এদিন কমলাপুর রেল স্টেশন এলাকায় ঘরমুখী মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চয়নে ও যাত্রী হয়রানি রোধে র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক লাখ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৮   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
বিচারকদের অনেক অভিমতই রাষ্ট্রের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখে: প্রধান বিচারপতি
রোহিঙ্গা সহায়তায় ২৫ লাখ ডলার দেবে চীন
নির্বাচনে প্রশাসন হবে রেফারির ভূমিকায়, সবাইকে সমান সুযোগ: ডিসি
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে : তৌহিদ
নির্বাচন বানচালে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে: নাহিদ
মালামাল পরিবহনে রেল ও নৌপথের ব্যবহার বাড়াতে হবে: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে: ইসি সানাউল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ