মোদির নেতৃত্বে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে পুতিন ও জিনপিং

প্রথম পাতা » আন্তর্জাতিক » মোদির নেতৃত্বে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে পুতিন ও জিনপিং
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



মোদির নেতৃত্বে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে পুতিন ও জিনপিং

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (৪ জুলাই) অনুষ্ঠেয় ভার্চুয়াল এ সম্মেলনে সভাপতিত্ব করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর রয়টার্সের।

রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনারের বিদ্রোহের পর এ প্রথম পুতিনকে কোনও আন্তর্জাতিক ইভেন্টে দেখা যাচ্ছে। তবে পুতিন ও জিনপিং ছাড়াও এ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানে এ সম্মেলনে যোগ দিয়েছেন।

প্রথমে সব দেশের শীর্ষ নেতাদের সশরীরে এ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তিত হয়ে ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার ভারতের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ সম্মেলন শুরু হওয়ার কথা।

এ বিষয়ে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, ‘সম্মেলন ভার্চুয়াল করার জন্য ভারতের সিদ্ধান্তকে সম্মান করি। যদিও রাশিয়া সশরীরে এ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিল।’

রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান - এ ৮টি দেশ এসসিওর পূর্ণাঙ্গ সদস্য। এছাড়াও ৪টি দেশ - আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া রয়েছে পর্যবেক্ষক সদস্য হিসাবে। সম্মেলনে ডায়লগ পার্টনার হিসেবে রয়েছে ৯টি দেশ - আর্মেনিয়া, আজারবাইজান, মিশর, কাতার, নেপাল, শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া ও সৌদি আরব।

ইরানকে এ বছর এসসিওর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, রাশিয়ার প্রধান মিত্র বেলারুশকে এসসিওতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং আগামী বছরের মধ্যে বেলারুশ এ সদস্যপদ পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বছর উজবেকিস্তানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৪১   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
শিল্প শ্রমিকদের ওপর প্রবাসী ফি বাতিল করলো সৌদি
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৪৬ বাংলাদেশি আটক
ট্রাম্পের গাজা পরিকল্পনা: কঠিন পরীক্ষার মুখোমুখি পাক সেনাপ্রধান মুনির
বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত
বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ