বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

ফতুল্লায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



ফতুল্লায় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লা থেকে আনোয়ার হোসেন বিন্দু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার মাসুদ শহরের মাসদাইর লিচুবাগ এলাকার শাহী সাহেবের ছেলে।

বুধবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, কোরবানির চামড়া বেচাকেনা নিয়ে আসামি মাসুদসহ অন্যদের সঙ্গে ঝগড়া হয় ভিকটিম আনোয়ার হোসেন বিন্দুর।

এরই সূত্র ধরে, ২০০৫ সালের ২৬ জানুয়ারি এজাহারনামীয় আসামিরা ভিকটিমকে চাপাতি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যান। পরবর্তীতে পরিবারের লোকজন খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরই প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। উক্ত হত্যাকাণ্ডের পর থেকে আটক আসামি মাসুদ কৌশলে এনআইডি কার্ডে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

আসামির অনুপস্থিতিতেই গত ১১ জুন ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক উম্মে সরাবন তহুরা আসামি মাসুদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৩   ১৫৯ বার পঠিত