চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ ব্যক্তির মৃত্যু, হাসপাতালে ভর্তি আরো ৭৪ জন

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ ব্যক্তির মৃত্যু, হাসপাতালে ভর্তি আরো ৭৪ জন
রবিবার, ১৬ জুলাই ২০২৩



চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ ব্যক্তির মৃত্যু, হাসপাতালে ভর্তি আরো ৭৪ জন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু ও আরো ৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোহাম্মদ আবদুল মান্নান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মোহাম্মদ আলমগীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত পটিয়া রশিদাবাদের মোহাম্মদ আবদুল মান্নানকে (৪৫ বছর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ১৪ জুলাই। পরদিন ১৫ জুলাই তার মৃত্যু হয়। ডেঙ্গুতে মৃত্যুবরণকারী অপর ব্যক্তিও পটিয়ার। মোহাম্মদ আলমগীর নামে ৩০ বছরের এ রোগীকে ১৫ জুলাই পাঁচলাইশস্থ বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ তার মৃত্যু ঘটে। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৭ জনে। এদের ৮০৭ জন সরকারি হাসপাতালে এবং ৫৭০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২১ জন।
এদিকে, ডেঙ্গু পরীক্ষায় সরকারের নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় নগরীর বাকলিয়া কালা মিয়া বাজার সংলগ্ন কেবি হেলথ কেয়ার ল্যাবের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নির্দেশে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী এ ক্লিনিকে সরেজমিন পরিদর্শনে গেলে এ অনিয়ম ধরা পড়ে। তবে, ডক্টর’স চেম্বার চালু থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১৩   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা’র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত
বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম : ধর্ম উপদেষ্টা
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
নিরাপদ ও গুণগত চিংড়ি উৎপাদন নিশ্চিত করা জরুরি : মৎস্য উপদেষ্টা
৩০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ধর্মীয় বৈচিত্র মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিবেন - কর্নেল একরামুল রাহাত
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, হাদি ইস্যুতে রিজভীর প্রশ্ন
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে - স্বাস্থ্য উপদেষ্টা
হোমনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ