বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

শেরপুর জেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের উপর সন্ত্রাসী হামলার মাবন বন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুর জেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের উপর সন্ত্রাসী হামলার মাবন বন্ধন
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



শেরপুর জেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের উপর সন্ত্রাসী হামলার মাবন বন্ধন

শেরপুর প্রতিনিধি : ২০ জুলাই বৃহস্প্রতিবার ভোর সাড়ে ছয়টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতাল এলাকায় সন্ত্রাসী ও মাদক সেবী আরাফাতের সন্ত্রাসী হামলায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাদিসুর রহমান শোভা গুরুতর আহত হয়েছেন। ভেঙ্গে গেছে শোভার ডান হাত। এর প্রতিবাদে ও বিচারের দাবীতে দুপুর জেলা হাসপাতাল ক্যাম্পেসে চিকিৎসক, নার্স ও কর্মচারিরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডাঃ জসিম উদ্দিন, আরএমও ডাঃ খায়রুল কবির সুমন ও অপর আরএমও ডাঃ কেয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে ছিনতাই ও চুরি এবং দালাল চক্র বেপরোয়া হয়ে উঠেছে। ওই ওয়ার্ড মাস্টার এসবের প্রতিবাদ করার কারণে সন্ত্রাসী ও মাদক সেবী আরাফাত অতর্কিত ভাবে শোভার উপর আক্রমন করে।হাসপাতাল তত্বাবদায়ক মো. জসিম উদ্দিন বলেছেন, হাসপাতালের স্টাফরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। এখানে নারী কর্মচারিরা প্রায়ই উত্ত্যক্তের শিকার হচ্ছেন, হাসপাতালের আলমিরার খুলে থেকে সিরিঞ্জ, ইনজেকশন ও ঘুমের ঔষধ নিয়ে যাচ্ছে নেশাসেবীরা। বিষয়টি উর্দ্ধতন বিভাগকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এর প্রতিকার না হলে দ্রুত কর্ম বিরতিতে যাওয়ার আল্টিমেটাম দেন ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৭   ১১১ বার পঠিত