মালয়েশিয়ায় কর্মীদের থেকে বেশি অর্থ আদায়ে বিষয় সমাধানের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালয়েশিয়ায় কর্মীদের থেকে বেশি অর্থ আদায়ে বিষয় সমাধানের সুপারিশ
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



মালয়েশিয়ায় কর্মীদের থেকে বেশি অর্থ আদায়ে বিষয় সমাধানের সুপারিশ

ঢাকা, ২৫ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইমরান আহমেদ, আয়েশা ফেরদাউস, মোঃ ইকবাল হোসেন এবং হাবিবুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

সভাপতির বিশেষ আমন্ত্রণে অভিবাসন বিষয়ক পার্লামেন্টারিয়ান ককাস এর সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি বৈঠকে যোগদান করেন।

বৈঠকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর শূন্য পদ পূরণের লক্ষ্যে একনেক কর্তৃক পাশকৃত প্রস্তাব (পদসৃজন প্রস্তাব হ্রাস) নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের সাথে আলোচনা এবং অভিবাসী কর্মীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর প্রস্তাবিত সংশোধনী নিয়ে অভিবাসন বিষয়ক পার্লামেন্টারিয়ান ককাস, রামরু (RMMRU) এবং ওয়ারবি (WARBE) প্রতিনিধিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া, বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে মালয়েশিয়ায় প্রেরিত কর্মীদের নিকট থেকে নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনাপূর্বক সমস্যা সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করা হয়।

বৈঠকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর শূন্য পদ পূরণে একনেক কর্তৃক পাশকৃত প্রস্তাব মোতাবেক জনবল নিয়োগের নির্দেশ দানের লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়কে পত্র প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, অভিবাসী কর্মীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর প্রস্তাবিত সংশোধনীগুলো যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রেখে আইনটি সংশোধনের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, রামরু’র প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিবদ্বয়,বিভিন্ন সংস্থা প্রধানগণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:১১   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা : ভিপি জিতু, জিএস মাজহারুল
আগামীর লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মামুন মাহমুদের
রূপগঞ্জে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা হওয়া উচিত : প্রেসসচিব
শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
দুর্গাপূজায় সব মণ্ডপে ৪ স্তরের নিরাপত্তা থাকবে: এসপি
শহরে আগামী বর্ষায় জলাবদ্ধতা হবে না: আশ্বাস নাসিক প্রশাসকের
রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ