নারীদের প্রতিদিনের কাজের মূল্য নির্ধারন করতে হবে - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীদের প্রতিদিনের কাজের মূল্য নির্ধারন করতে হবে - ডেপুটি স্পীকার
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



নারীদের প্রতিদিনের কাজের মূল্য নির্ধারন করতে হবে - ডেপুটি স্পীকার

পাবনা, ২৭ জুলাই ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, নারীরা জীবনভর পরিবারে শ্রম দেন অথচ তাঁদের শ্রমের কোন মূল্য নির্ধারন করা হয় হয়না। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। পরিবারে তাঁদের প্রতিটি কাজের মজুরী নির্ধারন করতে হবে।

আজ (বৃহস্পতিবার) সাঁথিয়া উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণের সাঁথিয়ায় আগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও মহিলা সমাবেশ ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠানে ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

সংসদ সদস্য শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা এবং নাদিরা ইয়াসমিন জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তব্যে সংসদ সদস্যগণ পদ্মা সেতু নির্মান, মেট্রোরেল নির্মান, পাতাল রেল নির্মান, সকল ক্ষেত্রে নারীর উন্নয়নসহ প্রধানমন্ত্রীর গৃহিত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উদ্যোগগুলো তুলে ধরেন।

ডেপুটি স্পীকার বলেন, নারী অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হলে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। একটি নারী সারাজীবন পরিবারের জন্য কাজ করে অথচ তাঁরা কোন সম্পদের মালিক হয় না। বিবাহ বিচ্ছেদের সময় চল্লিশ/পঞ্চাশ বছর আগের নির্ধারিত ৫ বা ১০ হাজার টাকা দেনমোহর দেয়া হয় আর কোন সম্পদ পায় না অথচ প্রতিবছরই মুদ্রাস্ফীতি হচ্ছে কিন্তু দেনমোহরের পরিমাণের পরিবর্তন হয় না। তালাক দিলে মর্যাদার সাথে দিতে হবে এবং অর্থনৈতিক বিষয়টি আমলে নিতে হবে।

মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার নারীদের স্বাবলম্বী করতে ছাগল, ভেড়া ও হাস মুরগী পালনে সরকার নানারকম প্রনোদনা দিচ্ছে। সরকার প্রতিটি বাড়িকে একটি খামার হিসেবে গড়ে তুলতে চান। এছাড়াও সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ঋণ ও প্রশিক্ষণ প্রদান করছে।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সংসদ সদস্যগণকে ফুল দিয়ে এবং সাঁথিয়া শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা গান গেয়ে বরণ করে নেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্যগণ বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাঁথিয়া মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:২৬   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ
আমজনতার দল অবশ্যই নিবন্ধন প্রাপ্য: রিজভী
ফতুল্লায় ৩ সাংবাদিককে মারধর, কৃষকদল নেতা কারাগারে
বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টা-পাল্টা করলে ছাড় দেব না: জামায়াত আমির
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
২০২৬ সালে মেঘনা-ধনাগোদা নদীতে সেতুনির্মাণ শুরু হবে : সেতু সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ