টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার ২ শিশু শিক্ষার্থীর জামিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার ২ শিশু শিক্ষার্থীর জামিন
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার ২ শিশু শিক্ষার্থীর জামিন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার দুই শিশু শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাদের জামিনের আবেদন করলে বিচারক জাকির হোসেন এ রায় দেন। এর আগে বুধবার সকালে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিক গ্রেপ্তারকৃত বুয়েটের ২৪ জনসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যায় আদালত থেকে জামিনের কাগজপত্র পৌঁছালে রাত ১০টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন ৩২ শিক্ষার্থী। সোমবার (৩১ জুলাই) বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন, ফয়সাল হাবিব, আব্দুল বারি, মাঈন উদ্দিন, রাইয়ান আহম্মেদ সাজিদ, তানিমুল ইসলাম, আব্দুল্লাহ মিয়া, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, বাকি বিল্লাহ, তাজিমুর রাফি, সাদ আদনান অপি, শামীম আল রাজি, আব্দুলাহ আল মুকিত, জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত ফাহিম, আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, এ টি এম আবরার মুহতাদ, মাহাদি হাসান, আলী আম্মার মৌয়াজ, টি এম তানভির হোসেন, রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আব্দুর রাফি, আশ্রাফ আলী, মাহমুদ হাসান, এহসানুল হক।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা উত্তর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জৈনক শহিদুলের নৌকা থেকে বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত এবং বিভিন্ন স্থানে বসবাসরত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় এস আই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে মামলা রুজু করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী কাজী মহিউদ্দিন বাবর জানান, হাওরে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৩৪ শিক্ষার্থী ঘুরতে এসে গ্রেপ্তার হন। বুধবার (২ আগস্ট) ৩২ আসামিরা জামিন পান। গ্রেপ্তারকৃত তানিমুল ইসলাম ও রাইয়ান আহমেদ সাজিদের বয়স কম হওয়ায় বৃহস্পতিবার সকালে শিশু আদালতে তাদের জামিন শুনানি হয়। আদালত শিশু বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৮   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ১২ আনসার সদস্য আহত
‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্য
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, শঙ্কা কাটেনি : রিজভী
প্রথম আলো–ডেইলি স্টারে আগুন দেওয়াদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা
মব সন্ত্রাসের ইন্ধনদাতাদের প্রতিহত করবে ছাত্রদল: রাকিব
তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
গণমাধ্যমে হামলার দৃশ্য সারা বিশ্ব দেখেছে, এটা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন
রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ