গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শেখ কামালের জন্মদিন উদযাপনের অনুষ্ঠান শুরু

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শেখ কামালের জন্মদিন উদযাপনের অনুষ্ঠান শুরু
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শেখ কামালের জন্মদিন উদযাপনের অনুষ্ঠান শুরু

শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের কনফারেন্স রুমে জেলা প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, এ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আগামী ৫ আগস্ট শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন গৃহীত অন্যন্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে- আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনের সকাল সাড়ে ৯টায় শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়েছে ।
এরপর যুব উন্নয়ন অধিদপ্তরের জেলাব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক।
জেলার সকল মডেল মসজিদ ও অন্যান্য মসজিদে শেখ কামালের রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে শেখ কামালের জন্য বিশেষ প্রার্থনা করা হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা, শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলাচনা সভা, দোয়া-মোনজাত, বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। অন্যান্য কর্মসূচি উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪১:০০   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


জাতির পিতার সমাধিতে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতির শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে রেড ক্রিসেন্ট’র নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা স্বাস্থ্যমন্ত্রীর
জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা
তাপদাহ: কৃষকদের পাশে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস
বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ