উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন : মন্ত্রী গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন : মন্ত্রী গাজী
শনিবার, ৫ আগস্ট ২০২৩



উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেন : মন্ত্রী গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আপনারা দেশের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এতো উন্নয়ন হয়েছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করবেন।

শনিবার (৫ আগস্ট) কর্মসুচির চতুর্থ দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভুলতা ইউনিয়নের সোনাবো, পাচাইখা, মর্তুজাবাদ, ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মাছুমাবাদ, হাটাবো ও আতলাশপুরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবসার আলী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক শাহ আলম শিকদার, উপ প্রচার সম্পাদক সামায়ন মোল্লা, ত্রান সম্পাদক বাচ্চু মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ নাজমুল হাসান সবুজ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদার, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ভুইয়া, সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম রুপস, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক লিমন শিকদার, ভুলতা ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সভাপতি রতন মিয়া, ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোবেল ভুইয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৩   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে - ধর্মমন্ত্রী
রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
স্যাটেলাইট ব্যবহারে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-মরিশাসের আলোচনা
রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক
নওগাঁয় শুরু হয়েছে ধান কাটা-মাড়াই, বৃষ্টি নয় রোদ চান কৃষকরা
ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা স্বাস্থ্যমন্ত্রীর
আব্দুস সামাদ আজাদের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ