চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি আটক
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীর দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে সোনামসজিদ বিওপি কোম্পানি সদর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আটককৃত অস্ত্র চোরাকারবারি আব্দুল্লাহ প্রান্ত (২১) পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার করবে। এর পরিপ্রেক্ষিতে সীমান্ত পিলার ১৮৪ মেইন থেকে ৩ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় ভ্যানে থাকা যাত্রীর দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, গত দুইদিন আগেও একই সীমান্ত এলাকা দিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এনিয়ে গত ৫ মাসে ৬টি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি ৫৯ ব্যাটলিয়ন। এরমধ্যে ৫টিই ছিল বিদেশি পিস্তল। পৃথক ছয়টি অস্ত্র উদ্ধারের ঘটনায় ৬ জন আসামিকে আটক করা হয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে অস্ত্রসহ যেকোনো মাদক ও চোরাচালান বন্ধে তৎপর রয়েছে বিজিবি। ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪০   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
ইতিহাসের এই দিনে
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সনদ তুলে দিলেন সাংবাদিক ইব্রাহীম খলিলকে
বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে, দায় নেবে না বিএনপি: আমীর খসরু
‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ